১৫ সম্পাদকের বিবৃতি ও অবস্থান দুঃখজনক-তথ্যমন্ত্রী


প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম)

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দৈনিক আমার দেশ পত্রিকা এবং এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে ১৫ সম্পাদকের বিবৃতি ও অবস্থানকে দুঃখজনক বলে জানিয়েছেন

তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, যেসব গণমাধ্যম মিথ্যাচার, অপপ্রচার ও উস্কানির মাধ্যমে দেশে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতাকে প্রতিষ্ঠিত করতে চায় সেসব গণমাধ্যমের পক্ষে দেশের প্রধান দৈনিকগুলোর সম্পাদকদের বিবৃতি  কলংকজনক ও দুঃখজন

তিনি আরও বলেন, সংবাদপত্রের স্বাধীনতা যেমন অসীম, তেমনি এর দায়িত্বশীলতাও অসীম আমার দেশ পত্রিকা সেই দায়িত্বশীলতাকে উপেক্ষা করেছেএর সম্পাদক ধারাবাহিকভাবে ধর্মীয় উন্মাদনা ও অশান্তি সৃষ্টিতে উস্কানি দিয়ে গেছেন তারই প্রেক্ষিতে পত্রিকাটি সাময়িকভাবে বন্ধ করা হয়েছেএর সাথে সংবাদপত্রের বা সংবাদের স্বাধীনতা খর্ব করার কোন সম্পর্ক নেই  

তথ্যমন্ত্রী সম্পাদকদের প্রতি স্বাধীনতা বিরোধী, জঙ্গীবাদ ও সাম্প্রদায়িক উস্কানীদাতা গণমাধ্যম কর্তৃপক্ষের জন্য ওকালতি না করার অনুরোধ জানান

উল্লেখ্য, যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালের বিচারকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গত ১১ এপ্রিল গ্রেফতার করে পুলিশএকই দিন পত্রিকাটির ছাপাখানায় পুলিশ তালা ঝুলিয়ে দেয়


এছাড়াও আমার দেশ পাবলিকেশন্স লিমিটেডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদা বেগম এবং দৈনিক সংগ্রামের সম্পাদক আবুল আসাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়এদিকে গত ৫ মে হেফাজতে ইসলামের মতিঝিলের সমাবেশকে কেন্দ্র করে ঐরাতে দিগন্ত টেলিভিশন ও ইসলামিক টিভির সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করে দেয়া হয়


এর প্রেক্ষিতে গত ১৮ মে দেশের ১৫ টি জাতীয় দৈনিকের সম্পাদকগণ এক যৌথ বিবৃতি দেনএই বিবৃতিতে সম্পাদকগণ গণমাধ্যমের বিরুদ্ধে সরকারের এধরনের পদক্ষেপকে গণমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের অধিকারের উপর আশংকাজনক হুমকি হিসেবে চিহ্নিত করেন
সম্পাদকদের বিবৃতির জবাবে আমার দেশ ও টিভি চ্যানেল গুলোর বিরুদ্ধে সরকারের প্রকৃত অবস্থান তুলে ধরতে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়

থ্যমন্ত্রী বলেন, সরকার আমার দেশ পত্রিকা ছাপার অনুমতি বাতিল করেনিপত্রিকা ছাপানোর প্রক্রিয়া সম্পন্ন করে আমার দেশ পত্রিকা অন্য যে কোন ছাপাখানা থেকে পত্রিকা প্রকাশ করতে পারেএতে আইনগত কোন বাধা নেই


দৈনিক সংগ্রাম পত্রিকা কর্তৃপক্ষের কাছে সত্য গোপন করে তাদের ছাপাখানা থেকে আমার দেশ পত্রিকা জালিয়াতি করেছে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, এ ধরনের কাজ প্রিন্টিং এ্যান্ড পাবলিকেশন্স (ডিক্লারেশন ও রেজিস্ট্রেশন) আইন ১৯৭৩ এর পরিপন্থী দৈনিক সংগ্রাম কর্তৃপক্ষও না জেনে জালিয়াতির মাধ্যমে আমার দেশ প্রকাশের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়েছেন বলে মন্ত্রী জানান  

রাজনৈতিক কারণে বা সরকারের সমালোচনা করার কারণে সরকার কোন গণমাধ্যম বন্ধ করেনিআমার দেশ সম্পাদক গণমাধ্যমের স্বাধীনতার অপব্যবহার করে হ্যাকিং, মিথ্যাচার, মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা, উস্কানীমূলক বক্তব্য প্রকাশ করেছেনযা জাতীয় নিরাপত্তার জন্য হুমকি স্বরূপএজন্য তথ্য প্রযুক্তি আইন ২০০৬-এর অধীনে তাকে গ্রেফতার করা হয়েছে

যেসব অভিযোগের ভিত্তিতে দিগন্ত টিভি ও ইসলামিক টিভির সম্প্রচার সাময়িকভাবে বন্ধ করা হয়েছে সে অভিযোগুলো তদন্ত করা হচ্ছে বলেও তথ্যমন্ত্রী জানানতিনি বলেন, চ্যানেল দুটিকে এ সংক্রান্ত জবাব চেয়ে যে চিঠি দেয়া হয়েছিলো তার উত্তর ও তদন্তকারী কর্তৃপক্ষের হাতে এসে পৌঁছেছে এগুলোর পরীক্ষা নিরীক্ষা চলছে

তথ্যমন্ত্রী জানান, বন্ধ টিভি চ্যানেল দুটির লাইসেন্স ও মালিকানা কোনটিই বাতিল করা হয়নিএমনকি টিভি চ্যানেল দুটির বিরুদ্ধে কোন মামলাও এ পর্যন্ত দায়ের করা হয়নি

সুত্র : বাসস

প্রতিবেদন : সজল বি রোজারিও
এসআর-২০/৫-১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)