শাহিনাকে উদ্ধার করতে গিয়ে অগ্নিদগ্ধ ইজাজ মারা গেছেন

শাহিনাকে উদ্ধার করতে গিয়ে অগ্নিদগ্ধ ইজাজ মারা গেছেন


প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম/ protimuhurto.com) ---

সাভারের রানা প্লাজার ভবনধসে আটককে পড়া শাহিনাকে উদ্ধার করতে গিয়ে আগুন পুড়ে মারাত্মক আহত স্বেচ্ছাসেবক ইজাজ উদ্দিন আহম্মেদ কায়কোবাদ মারা গেছেন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৪ মে শনিবার শনিবার স্থানীয় সময় রাত ১২টা ৪৫ মিনিটে তিনি মারা যান।



গত ২৮ এপ্রিল রোববার সাভারের ভবন ধসের চার দিনের মাথায় জীবিত পোশাক শ্রমিক শাহিনা আাক্তরেরর খোঁজ পায় উদ্ধারকারী দল। তাকে উদ্ধার করার জন্য ১৮ ঘ্ণ্টা চেষ্টা চালায় তারা। স্বেচ্ছাসেবক ইজাজ উদ্দিন  শাহিনাকে উদ্ধার করতে কংক্রিটের ভিম কাটার চেষ্টাকালে গুরুতর আহত হন। সে সময় হঠাৎ জ্বলে ওঠা আগুনে অগ্নিদগ্ধ হলে ইজাজকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

পরে তার অবস্থা আশংকাজনক দেখে তাকে সরকারি ব্যবস্থাপনায় এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে শনিবার রাতে তার মৃত্যু হয়।


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)