সিলেটে ১৮ এবং রাজশাহীতে ১৬ জনের মনোনয়ন বাতিল

 

প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম)

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে দাখিলকৃত মনোনয়নের মধ্য থেকে ১৮ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। গতকাল ১৬ মে বৃহস্পতিবার ওয়ার্ড কাউন্সিলর(পুরুষ) মনোনয়নপত্র বাছাইয়ের পর রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই ঘোষণা দেওয়া হয়। বিভিন্ন ধরনের ত্রুটি থাকায় এসব মনোনয়নপত্র বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম
মনোনয়নপত্র বাতিল হওয়া কাউন্সিলর পদপ্রার্থীরা হলেন  - ১ নম্বর ওয়ার্ডে বিদায়ী কাউন্সিলর আজিজুল হক, নম্বর ওয়ার্ডে এস এম আবজাদ হোসেন ও আবদুর রবহাজারী, ৫ নম্বর ওয়ার্ডে মো. রিমাদ আহমদ, ৭ নম্বর ওয়ার্ডে আফতাব হোসেন খান, ১০ নম্বর ওয়ার্ডে মো. মোস্তফা কামাল, ১১ নম্বর ওয়ার্ডে সহিদুর রহমান, ১৪ নম্বর ওয়ার্ডে মো. শামসুল আলম, মো. সিরাজুল ইসলাম ও হাবিবুর রহমান, ১৮ নম্বর ওয়ার্ডে মো. সাহেদ ও মো. সালমান চৌধুরী, ১৯ নম্বর ওয়ার্ডে এস এম শওকত আমিন ও মো. আবদুর রহমান, ২২ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ দিদার হোসেন, নম্বর ওয়ার্ডে সোহেল আহমদ এবং ২নম্বর ওয়ার্ডে মো. বাহার উদ্দিন ও মো. আমিরুল ইসলাম
নগর বিএনপির জ্যৈষ্ঠ সহসভাপতি নাসিম হোসেন তাঁর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে গতকাল সিলেট বিভাগীয় কমিশনার এম এন জিয়াউল আলমের কাছে আপিল করেছেন।
অন্যদিকে রাজশাহী সিটি করপোরেশনের কাউন্সিলর পদপ্রার্থীদের মধ্য থেকে মোট ১৬ জন পদপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। বাতিল হওয়া কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ১৪টি সাধারণ ও দুটি সংরক্ষিত নারী আসনের প্রার্থী রয়েছেন। 
রাজশাহী সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ সরিফুল ইসলামের ঋণখেলাপি থাকার বিষয়টি ধরা পড়ায় তাঁর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তবে বৈধ ঘোষণা করা হয়েছে ছয় মেয়র প্রার্থীরমনোনয়নপত্র। গতকাল বৃহস্পতিবার প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে তথ্য দেওয়া হয়



প্রতিবেদন : শাহারিয়ার রহমান

সম্পাদনা : জামিল আশরাফ খান, নিউজরুম এডিটর
এসআর/জেএ/১৭/০৫-১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)