ট্রফি যাচ্ছে কার ঘরে? বাংলাদেশ নাকি জিম্বাবুয়ে ?

ট্রফি যাচ্ছে কার ঘরে? বাংলাদেশ নাকি জিম্বাবুয়ে ?




প্রস্তুতি : স্পোর্টস (প্রতিমুহূর্ত)--

হোয়াইটওয়াশ  হলনা  জিম্বাবুয়ে । দেশ থেকে যখন  জিম্বাবুয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাংলাদেশ দল ,তখন মুশফিকের কন্ঠে ছিল এরকমই আত্মবিশ্বাস ।

প্রথম টেস্টের পর ধুয়ে যায় সেই আতœবিশ্বাস। প্রথম টেস্টে লজ্জাজনকভাবে হেরেছিল মুশফিক বাহিনী।  তারা প্রথমে টস জিতে ব্যাটিংয়ের আমন্ত্রন জানায় স্বাগতিকদের। আর এর জবাব ও স্বাগতিকরা দিয়েছে খুব ভালো ভাবেই। প্রথম ইংনিসে তারা ৩৮৯ রানে গুটিয়ে যায়। যার মধ্যে দুর্দান্ত এক  ইংনিস খেলে জিম্বাবুয়ের ক্যাপ্টেন টেইলর। তার সংগ্রহ ছিল ৪৮৯ বলে ১৭১। টাইগাররা হার মানে ৩৫৫ রানের এক বিশাল ব্যবধানে।

এই হারের পর ২য় টেস্টে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। তারা জয় পায় ১৪৩ রানে। আর এটাই ছিল কোনো দলের বিপক্ষে টেস্টে টাইগারদের সবচেয়ে বড় জয়।
২য় টেস্টের আত্মবিশ্বাস নিয়ে ৫ মে প্রথম ওয়ানডেতে মাঠে নামে বাংলাদেশ। টাইগার দলের  নাসির ও  জিয়াউরের নৈপূণ্যে ১২১ রানের জয় পায় সফরকারীরা।
আর ২য় ওয়ানডেতে ৬ উইকেটের বড় ব্যবধানে হার মানে মুশফিক বাহানি। 
৮ মে বুধবার সিরিজ র্নিধারনী । যে জিতবে সেই হবে ঢাকা ব্যাংক ও টেলিটক থ্রি-জি উইনার। তবে  কাল  দলে আসতে পারে পরির্বতন।

এখন সবার মনে প্রশ্ন একটাই  ট্রফি যাচ্ছে কার ঘরে। বাংলাদেশ নাকি জিম্বাবুয়ে?



আরআই/৭/৫-১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)