এক যাদুকারী ফুটবলারের গল্প

প্রস্তুতি: খেলা (প্রতিমুহুর্ত.কম)



এমন মানুষ  জুড়ি মেলা ভার যিনি ডেভিড বেকহ্যামকে চিনে না। মেগাস্টার, ফুটবলের আইকন, স্পাইস গার্ল ভিক্টোরিয়ার স্বামী; ‘বেন্ড ইট লাইক বেকহ্যাম’-এর বেকহ্যাম; সেই কার্লিং ফ্রি কিক, গায়ে উল্কি, মাথায় চুলে আজগুবি ফ্যাশনের ছাঁট৷ সব মিলিয়েই ডেভিড বেকহ্যাম।



পুরো নাম ডেভিড রবার্ট যোসেফ বেকহ্যাম। জন্ম ২ মে ১৯৭৫। বেকহ্যাম একজন  ইংরেজ  ফুটবলার। তিনি মেজর লীগ সকারের  দল লসএঞ্জেলস গ্যলাক্সির বর্তমান অধিনায়ক। এছাড়া ইংল্যান্ড ফুটবল দলের সাবেক অধিনায়ক। তিনি আমেরিকান গায়িকা ভিক্টোরিয়াকে  বিয়ে করেন এবং বর্তমানে বেভার্লি হিলস্, ক্যালিফোর্নিয়াতে বসবাস করেন।

তিনি দুইবার ফিফা বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনে দ্বিতীয় স্থান লাভ করেন। ২০০৪ সালে তিনি ছিলেন সর্বোচ্চ বেতন প্রাপ্ত পেশাদার খেলোয়াড়। ১৫ নভেম্বর, ২০০০ থেকে ২ জুলাই ,২০০৬ পর্যন্ত বেকহ্যাম মোট ৫৮টি প্রতিযোগিতামূলক খেলায় ইংল্যান্ড ফুটবল দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। ২০০৬ সালের ফিফা বিশ্বকাপে দলের হতাশ নৈপূণ্যের পর তিনি অধিনায়ক হিসাবে পদত্যাগ করেন।

 ১৯৯২ সালে ১৭ বছর বয়সে ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে বেকহ্যামের পেশাদার খেলোয়াড়ি জীবন শুরু হয়। বেকহ্যাম থাকা অবস্থায় ম্যানচেস্টার ইউনাইটেড ছয়বার প্রিমিয়ার লীগ। দুইবার এফএ কাপ এবং ১৯৯৯ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা অর্জন করে।

 ২০০৩ সালে তিনি পাঁচ বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে যোগদান করেন। রিয়ালের হয়ে বিনা সাফল্যে তিনটি মৌসুম কাটানোর পর শেষ মৌসুমে এসে লা লিগা অর্জন করেন।

২০০৭ সালে জানানো হয় যে, বেকহ্যাম লস এঞ্জেলস গ্যলাক্সির সাথে পরবর্তী পাঁচ বছরের জন্য চুক্তি বদ্ধ হয়েছেন। রিয়ালের হয়ে জুন ১৭, ২০০৭ সালে বেকহ্যাম তার শেষ ম্যাচ খেলেন। গ্যালাক্সির সাথে জুলাই ১, ২০০৭ শুরু হওয়া চুক্তির ফলে তিনি এমএলএস ইতিহাসে সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড়। গ্যালাক্সির হয়ে তার অভিষেক ঘটে জুলাই ২১, ২০০৭ সালে চেলসির সাথে এক প্রীতি খেলায়।


সম্পদ :
বিশ্বের অন্যতম ধনী ফুটবলারের নাম বেকহ্যাম। ১৭৫ মিলিয়ন পাউন্ড সম-পরিমাণ সম্পদ আছে তাঁর।

প্যারিস সেইন্ট জার্মেইন তারকার পরেই রয়েছেন বার্সেলোনার লিওনেল মেসি ও রিয়াল মাদ্রিদের ক্রিশ্চিয়ানো রোনালদো। গোল রিচ লিস্ট ২০১৩‘র রিপোর্ট অনুযায়ী বেকহ্যাম সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা মেসির ব্যবধান ৬০ মিলিয়ন পাউন্ডের। আর্জেন্টিনা তারকার উপার্জন ১১৫.৫ মিলিয়ন পাউন্ড, আর রোনালদোর ১১২ মিলিয়ন। গোল ডটকমে এই তালিকা প্রকাশিত হয়।


অর্জন : *

ক্লাব ক্যারয়িাররে ম্যাচ ও গোল সংখ্যা :

ক্লাব               মৌসুম                 ম্যাচ          গোল

ম্যান ইউ        ১৯৯২-৯৩                 ১              ০
"                ১৯৯৩-৯৪                 ০             ০
"                ১৯৯৪-৯৫                 ১০            ১
"                ১৯৯৫-৯৬                 ৪০            ৮
"                ১৯৯৬-৯৭                 ৪৯           ১২
"                ১৯৯৭-৯৮                 ৫০           ১১
"                ১৯৯৮-৯৯                 ৫৫            ৯
"                ১৯৯৯-২০০০             ৪৮            ৮
"                ২০০০-০১                ৪৬             ৯
"                ২০০১-০২                 ৪৩           ১৬
"                ২০০২-০৩                 ৫২           ১১

ম্যানচ ইউ        মোট ম্যাচ              ৩৯৪             ৮৫

ক্লাব                     মৌসুম                 ম্যাচ          গোল
রিয়াল মাদ্রিদ             ২০০৩-০৪            ৪৫              ৭
"                          ২০০৪-০৫            ৩৮              ৪
"                          ২০০৫-০৬            ৪১              ৫
"                          ২০০৬-০৭            ৩১              ৪
রিয়াল মাদ্রিদ            মোট ম্যাচ              ১৫৫            ২০

এছাড়া লস এঞ্জেলের হয়ে ১১৮ ম্যাচে ২০ গোল করেন এবং প্যারিস সান্ট জার্মানের হয়ে করেন ১৩ ম্যাচে ০ গোল।



আন্তর্জাতিক ক্যারয়িাররে ম্যাচ ও গোল সংখ্যা :
দল              সাল         ম্যাচ            গোল
ইংল্যান্ড          ১৯৯৬        ৩                ০
"                 ১৯৯৭        ৯                 ০
"                 ১৯৯৮        ৮                    ১
"                 ১৯৯৯        ৭                    ০
"                 ২০০০        ১০                  ০
"                 ২০০১        ১০                  ৫
"                 ২০০২        ৯                   ৩
"                 ২০০৩        ৯                   ৪
"                 ২০০৪        ১২                  ২
"                 ২০০৫        ৯                    ১
"                 ২০০৬        ৮                   ১
"                 ২০০৭        ৫                   ০
"                 ২০০৮        ৮                   ০
"                 ২০০৯        ৮                   ০
ইংল্যান্ড      মোট ম্যাচ     ১১৫                 ১৭



ব্যক্তিগত অর্জন*:

    ইংরেজি ফুটবল হল অফ ফেম (২০০৮)
    ইএসপিওয়াই সেরা পুরুষ ফুটবল খেলোয়ার (২০০৪)
    বিবিসি সেরা ক্রীড়া ব্যাক্তিত্ব (২০০১)
    ফিফার বর্ষসেরা খেলোয়াড় (২০০১)-২য় স্থান
    ফিফার বর্ষসেরা খেলোয়াড় (১৯৯৯)-২য় স্থান
    ইউরোপের বর্ষসেরা খেলোয়াড় (১৯৯৯)-২য় স্থান
    উয়েফা চ্যাম্পিয়নস লীগ সেরা খেলোয়াড় (১৯৯৮-১৯৯৯)
    পিএফএ সেরা তরুণ খেলোয়াড় (১৯৯৭)



লেখা: রাবিদ ইসলাস হৃদয়
সম্পাদনা : সজল বি রোজারিও
আরআই-২০/৫-০১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)