রাশিয়ার কামচাটকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প

প্রস্তুতি :আন্তর্জাতিক (প্রতিমুহূর্ত.কম)

রাশিয়ার কামচাটকা উপদ্বীপে আজ ২১ মে মঙ্গলবার সকালে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা লেভেল ছিল ৬.০।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থার এক বিবৃতিতে জানা গেছে, রাশিয়ার পেট্টোপাভলেভিস্ক-কামচাটস্কি নগরীর প্রায় ১৩৬ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে গ্রীনিচ মান সময় ০১৫৫ টায় ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের ৩৩ কিলোমিটার গভীরে।

তারা জানায়, এতে হতাহত ও ক্ষতির তেমন কোন সম্ভাবনা নেই।


সূত্রঃ এএফপি

প্রতিবেদন : তাওসীফ তালুকদার
সম্পাদনা : সজল বি রোজারিও
টিটি-২১/০৫-২ 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)