খালেদা জিয়ার ৪৮ ঘন্টার আলটিমেটাম

খালেদা জিয়ার ৪৮ ঘন্টার আলটিমেটাম



প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম/ protimuhurto.com) ---

বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা দিতে সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন। শনিবার বিকেলে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে ১৮ দলীয় জোট আয়োজিত সমাবেশে দেওয়া প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আলটিমেটাম দেন।

এ সময় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে আলোচনার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজের বাসায় চায়ের আমন্ত্রণ জানান বিরোধী দলীয় নেতা।

সরকারকে হুঁশিয়ারি দিয়ে খালেদা জিয়া বলেন, ‘বেধে দেয়া সময়ের মধ্যে ঘোষণা না দেয়া হলে এমন কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে, যাতে সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়।’

উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি বলেন, ‘আগামীকাল রবিবার হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচি থাকায় আমি আপনাদের টানা অবস্থান নিতে বলিনি।’

পরে তিনি উপস্থিত নেতাকর্মীদের প্রশ্ন করেন, ‘আমি যদি আবার এই মতিঝিলে অবস্থান নিতে ডাকি, তাহলে আপনারা আসবেন কিনা?’ এ সময় সমস্বরে সবাই হ্যাঁ জবাব দেন।

এর আগে খালেদা জিয়া বলেন, বিপদে পড়লেই কেবল এই সরকার নরম সুরে কথা বলেন। এখন প্রধানমন্ত্রী আমাকে সংসদে যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। হয়তো কয়েকদিন পার চায়ের আমন্ত্রণ জানাবেন।

তবে তিনি তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চায়ের আমন্ত্রণ জানান। বলেন, ‘আমি তাকে বলবো আপনি আমার বাসায় আসেন। আপনাকে চায়ের আমন্ত্রণ জানাচ্ছি। আসুন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা করি।’

খালেদা জিয়া আরো বলেন, ‘আপনাদের আমরা অনেক সময় দিয়েছি। আর নয়। কাল হেফাজতের একটা কর্মসূচি থাকায় এখন কর্মসূচি দিচ্ছি না। তবে আগামী ৪৮ ঘণ্টার সময় দিচ্ছি আপনাদের। নির্দলীয় সরকারের দাবি মেনে নিন। না হয় পরে এমন কর্মসূচি দিব, যাতে করে আপনাদের বিদায় নিতে হবে।’

প্রায় সোয়া এক ঘণ্টার বক্তব্যে খালেদা জিয়া সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন। বিশেষ করে সাভারে ভবনধসে বহু হতাহতের ঘটনায় সরকারকে দায়ী করে বলেন, ‘উদ্ধারকাজে সরকার ব্যর্থ হয়েছে। তারা তৎপর হলে অনেক মানুষের প্রাণ বাঁচানো যেতো।’

খালেদা জিয়া ছাড়াও ঢাকা মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকার সভাপতিত্বে সমাবেশে ১৮ দলীয় জোটের শীর্ষ নেতারা বক্তৃতা করেন।

সাভারে ভবন ধসে জড়িতদের শাস্তি, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, সরকারের পদত্যাগ ও বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতনের প্রতিবাদে এ সমাবেশ ডাকা হয়।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)