ম্যানইউকে বিদায় জানালেন ফার্গুসন

ম্যানইউকে বিদায় জানালেন ফার্গুসন

http://bangladesherkhabor.com/sites/default/files/styles/large/public/field/image/%E0%A6%85%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%87%E0%A6%95%E0%A7%8D%E0%A6%B8%20%E0%A6%AB%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%97%E0%A7%81%E0%A6%B8%E0%A6%A8%2C%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%82%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%87%E0%A6%B6%E0%A7%87%E0%A6%B0%20%E0%A6%96%E0%A6%AC%E0%A6%B0.jpg

প্রস্তুতি : স্পোর্টস (প্রতিমুহূর্ত)--
ম্যানচেস্টারকে বিদায় বললেন স্যার অ্যালেক্স ফার্গুসন। ম্যানইউয়ের ৭১ বছর বয়সী স্কটিশ এ ম্যানেজার বুধবার আনুষ্ঠানিকভাবে বিদায়ের ঘোষণা দেন।
 
রেড ডেভিলদের হয়ে ৩৮টি শিরোপা জয়ী এ কোচ বিদায় বার্তায় বলেন, কোনো প্রতিষ্ঠানকে ছেড়ে যাওয়া খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু তারপরেও এক সময় কঠিন সিদ্ধান্ত নিতেই হয়। আশা করছি আমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটি নিয়েছি।
 
ফার্গির বয়সটা কম হয়নি। উত্থান-পতনে পেরিয়ে গেছে তার জীবনের ৭১টি বসন্ত। কোচিং ক্যারিয়ারে পার করেছেন ২৭টি বছর। ১৯৮৬ সালে ম্যানইউয়ের কোচ হিসেবে যাত্রা শুরু করেছিলেন তিনি। জিতেছেন সম্ভাব্য সব ট্রফিই। এর মধ্যে আছে ১৩টি ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা, পাঁচটি এফএ কাপ, চারটি লিগ কাপ, দুটি চ্যাম্পিয়নস লিগ ট্রফি, একটি কাপ উইনার কাপ, একটি ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ, একটি উয়েফা সুপার কাপ, একটি ইন্টার কন্টিনেন্টাল কাপ ও দশটি কমিউনিটি শিল্ড কাপ।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)