প্রাচ্যনাটের নতুন নাটক

প্রস্তুতি : বিনোদন (প্রতিমুহূর্ত.কম)
মঞ্চে আসছে প্রাচ্যনাটের নতুন নাটক বন মানুষ। ইউজিন ও নীলের দ্যা হেয়ারী এ্যাপ থেকে নাটকটির নির্দেশনা দিয়েছেন বাকার বকুল। আগামী ১৮ মে সন্ধ্যায় জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে। এটি প্রাচ্যনাটের ২৭তম প্রযোজনা হিসেবে মঞ্চস্ত হচ্ছে।

নাটক প্রসঙ্গে নির্দেশক বাকার বকুল বলেন, এ নাটকটি পুঁজিবাদী বিশ্বের ঘটনা প্রবাহকে বর্ণনা করেছে। পুঁজিবাদের চর্চায় পুরো পৃথিবী এখন নিচু শ্রেণী আর উঁচু শ্রেণী দুটি শিবিরে বিভক্ত। সেখানে নিচু শ্রেণীর মানুষগুলো সব সময় উঁচু শ্রেণীর মানুষদের নির্যাতনের শিকার।

নাটকটি প্রাচ্যনাট স্কুল অব এ্যাক্টিং এন্ড ডিজাইনের ২৩তম ব্যাচের ফাইনাল প্রযোজনা হিসেবে মঞ্চস্থ হয়েছিল। পরে দলীয় সিদ্ধান্তে এ নাটকটিকে দলের নিয়মিত প্রযোজনার স্বীকৃতি দেয়া হয়। এর আগে প্রাচ্যনাট স্কুলের ২২টি প্রযোজনা মঞ্চস্থ হলেও কোনটিই দলের নিয়মিত প্রযোজনা হিসেবে বিবেচিত হয় নি। এ নাটকটি এখন থেকে প্রাচ্যনাটের নিয়মিত প্রযোজনা হিসেবে মঞ্চস্থ হবে।

রিপোর্ট : পাভেল রহমান, বিভাগীয় সম্পাদক, বিনোদন


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)