‘অহিংস পরম ধর্ম’


প্রস্তুতি : বিনোদন (প্রতিমুহূর্ত.কম)

খ্রিস্টপূর্ব ৫৬৩ সালে বৈশাখী পূর্ণিমা তিথিতে বর্তমান নেপাল ও ভারতের সীমান্তবর্তী  এলাকা শাক্যরাজ শুদ্ধোধন ও রানী মহামায়ার কোল আলো করে জন্ম নিয়েছিলেন সিদ্ধার্থ। জন্মের সাত  দিন পরই সিদ্ধার্থের মা ইহলোক ত্যাগ করেন। তখন মাসী মহাপ্রজাপতি গৌতমী সিদ্ধার্থের লালন-পালন করেন। এ কারণে সিদ্ধার্থ 'গৌতম' নামে পরিচিতি পান। গৌতম তাঁর জীবন দিয়ে  প্রমাণ করেছেন-‘ত্যাগেই জীবন সার্থক ও সুন্দর হতে পারে।’ তিনি হয়ে ওঠেন মুক্তির নির্দেশনাদাতা-গৌতম বুদ্ধ।

২৩ মে বৃহস্পতিবার শুভ বুদ্ধ পূর্ণিমা। বৌদ্ধ ধর্মের প্রবক্তা গৌতম বুদ্ধের জন্মদিন। এই দিনেই গৌতম বুদ্ধের বোধি লাভ আর মহাপরিনির্বাণ হয়।

গৌতম বুদ্ধের যাপিত জীবন, কর্ম, বাণী, মোহমুক্তির মন্ত্র সহ প্রভৃতি বিষয়ের উপর নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র ‘অহিংস পরমধর্ম’। এই প্রামাণ্যচিত্রটি গৌতম বুদ্ধের উপর নির্মিত অনুষ্ঠান ‘অহিংস পরমধর্ম’অনুষ্ঠানে  সম্প্রচার করা হবে।

আর এই অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহীদ শরিফ। অনুষ্ঠানে বৌদ্ধ ধর্ম সম্পর্কে আলোচনা করেছেন বিশিষ্ট জনেরা।

গৌতম বুদ্ধ কে নিয়ে নির্মিত ‘অহিংস পরমধর্ম’ অনুষ্ঠানটি ২৩ মে বৃহস্পতিবার বিকাল ৪ টা ১০ মিনিটে আরটিভিতে সম্প্রচারকরা হবে।


প্রতিবেদন ও সম্পাদনা : জামিল আশরাফ খান নয়ন, নিউজরুম এডিটর 






মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)