সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন সম্মেলন করছে স্পেনে




প্রস্তুতি : আন্তর্জাতিক (প্রতিমুহূর্ত.কম)

সিরিয়ার আসাদ সরকারের বিরোধিতা করা রাজনৈতিক দলগুলোকে একজোট করতে স্পেনে দুই দিনের সম্মেলন করছে সিরিয়ার প্রধান বিরোধী দল সিরিয়ান ন্যাশনাল কোয়ালিশন।

পরে মাদ্রিদে এক যৌথসংবাদ সম্মেলনে অংশ নেন এস এনসির সাবেক প্রধান মোয়াজ আল খাতিব ও স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল গার্সিয়া।

এসময় খাতিব বলেন, সিরিয়ায় প্রতিদিনই সহিংসতা চলছে। অথচ আন্তর্জাতিক সম্প্রদায় কি করবে তা এখনো ঠিক করতে পারছে না। আন্তর্জাতিক সম্প্রদায় আমাদেরকে  সাহায্য করবে কি না তা স্পষ্ট করা উচিত।

ক্ষমতা ছাড়তে রাজি না হওয়া পর্যন্ত প্রেসিডেন্ট আসাদের সাথে কোন সমঝোতায় যাবেন না বলেও জানান তিনি। এমনকি  ভবিষ্যতে অন্তর্র্বতীকালীন সরকার গঠন করা হলে সেখানে প্রেসিডেন্ট আসাদকে কোন দায়িত্ব দিতেও রাজি নয় সিরিয়ার বিরোধী দল।

আভ্যন্তরীণ সঙ্কটের পাশাপাশি সিরিয়ায় বেড়েছে ইসরাইলের হামলা। এমনকি গত ১৫ মে মঙ্গলবারে দু’পক্ষের মাঝে গোলাগুলির ঘটনাও ঘটে।

এ প্রসঙ্গে ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী মোশে ইয়ালুন জানিয়েছেন, সিরিয়ার অভ্যন্তরে যা ঘটছে তাতে অংশ নেয়ার কোন ইচ্ছা তাদের নেই। কিন্তু ইসরাইলের এলাকায় কোন ধরণের হামলা সহ্য করা হবে না।

প্রতিবেদন :  শাহারিয়ার রহমান

এসআর-২২/৫-৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)