রাজনীতি থেকে চলচ্চিত্রে মাহী বি চৌধুরী

রাজনীতি থেকে চলচ্চিত্রে মাহী বি চৌধুরী


প্রস্তুতি : বিনোদন (প্রতিমুহূর্ত.কম)

রাজনীতির মাঠ থেকে মাহী বি চৌধুরী এবার যুক্ত হলেন চলচ্চিত্র প্রযোজনায়। সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরীর ছেলে মাহী বি চৌধুরীকে এর আগে টেলিভিশনে অনুষ্ঠান উপস্থাপনায় দেখা গেলেও চলচ্চিত্র প্রযোজক হিসেবে প্রথমবার যুক্ত হলেন। রাজনীতির মাঠ থেকে চলচ্চিত্রের পর্দায় মাহী বি চৌধুরীর আগমনকে স্বাগত জানাচ্ছেন সংশ্লিষ্টরা। 'ভালোবাসা জিন্দাবাদ' নামের এ ছবিটি পরিচালনা করছেন দেবাশীষ বিশ্বাস।

'শ্বশুরবাড়ি জিন্দাবাদ' ও 'শুভ বিবাহ' ছবির পর পরিচালক দেবাশীষ বিশ্বাসের পরিচালনায় এটি তৃতীয় ছবি। মাঝখানে বিরতি নিয়েছেন চার বছর। দীর্ঘ বিরতির পর ছবি নির্মাণের কারনে দর্শকদের আগ্রহ একটু বেশীই তৈরি হয়েছে দেবাশীষের নতুন ছবিটি নিয়ে। তাছাড়া দেবাশীষ নির্মিত আগের দুটি ছবিই ব্যবসা সফল হয়েছে। ফলে এ ছবিটিও বাংলাদেশের চলচ্চিত্রে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছেন অনেকেই।

ইতোমধ্যে ছবিটির প্রায় ৯০ ভাগ শুটিংয়ের কাজ শেষ হয়েছে। আর দু-একদিনের মধ্যে ছবিটির বাকি শুটিংয়ের কাজ শেষ হয়ে যাবে বলে আশা করছেন ছবিটির পরিচালক।

ছবির নায়ক অরেফিন শুভ, আর শুভ’র বিপরীতে নায়িকা হিসেবে দেখা যাবে র‌্যাম্প মডেল আইরিনকে। ছবিটি দেখার জন্য দর্শকদের খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না। আগামী
অক্টোবরে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন দেখার অপেক্ষায় উপস্থাপক, রাজনীতিক মাহী বি চৌধুরী চলচ্চিত্র প্রযোজনায় কতোটা সফল হয়ে উঠেন, কতোটা সফলতা দেখান পরিচালক দেবাশীষ বিশ্বাস।





রিপোর্ট ও সম্পাদনা: পাভেল রহমান, বিভাগীয় সম্পাদক, বিনোদন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)