রবীন্দ্রনাথের কবিতা নিয়ে ১৩ চলচ্চিত্র

প্রস্তুতি : বিনোদন (প্রতিমুহূর্ত.কম)
এ বছর বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫২তম জন্মজয়ন্তী। নানা আয়োজনের মধ্য দিয়ে এ দিনটি উদযাপন করা হয়েছে। দুই বাংলায় স্মরণ করা হয়েছে বাংলা সাহিত্যের এই মহান মানুষটিকে। তবে ভারত সরকার এবারের আয়োজনটিতে একটু চমক এনেছে। কবিগুরুর জন্মজয়ন্তীতে তাঁরই অমর সৃষ্টি ১৩ কবিতা নিয়ে ভারত সরকারের কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় নির্মিত হয়েছে ১৩টি চলচ্চিত্র।

নির্মিত হওয়া প্রতিটি ছবির সময় সীমা ২৫ থেকে ৩০ মিনিট। আর সবগুলো ছবিই নির্মাণ করেছেন বুদ্ধদাশ গুপ্ত।
দুই বছর আগে কবিগুরুর স্বার্ধশত জন্মজয়ন্তীতে এ উদ্যোগ গ্রহণ করে ভারতের সংস্কৃতি মন্ত্রনালয়। রবীন্দ্রনাথের বাঁশি, কৃষ্ণকলি, মুক্তি, ফাঁকি, পুকুর ধারে, এক গাঁয়ে, ক্যামেলিয়া, বাঁশিওয়ালা, শেষ চিঠি, হঠাৎ দেখা, পত্র লেখা, বাসাবাড়ি, ও ইষ্টিশন এই ১৩টি কবিতা নিয়ে জাতীয় চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সহযোগিতায় নির্মিত হয় স্বল্পদৈর্ঘ্য এ চলচ্চিত্রগুলো।

এ বছর কবিগুরুর ১৫২তম জন্মজয়ন্তীতে ১৩ কবিতা নিয়ে ১৩ চলচ্চিত্র উদ্বোধন করেন দেশটির কেন্দ্রীয় সংস্কৃতিমন্ত্রী চন্দ্রেশকুমারী কাটোচ। বিখ্যাত সব কবিতা নিয়ে নির্মিত এই চলচ্চিত্রগুলো দেখার জন্য অপেক্ষায় আছেন রবীন্দ্র অনুরাগীরা।


রিপোর্ট : পাভেল রহমান, বিভাগীয় সম্পাদক, বিনোদন

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)