বরগুণা ও ভোলায় ৪ জনের মৃত্যু



প্রস্তুতি: সারাদেশ (প্রতিমুহূর্ত.কম)

আজ বৃহস্পতিবার সকাল ৭-৮টার দিকে পটুয়াখালী ও ভোলাতে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মহাসেন । ঘূর্ণিঝড়টির প্রভাবে উপকূল দিয়ে ঘন্টায় ১০০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যায় ।

পটুয়াখালীর খেপুপাড়া, রাঙ্গাবাড়ি, কলাপাহাড় ও নয়াখালি এলাকা বিধ্বস্ত-লন্ডভন্ড হয়ে গেছে কয়েক হাজার বসতবাড়ি ও আবাদি জমি।

আবহাওয়াবিদরা বলেছেন, দুপুর নাগাদ মহাসেন মেঘনা মোহনা দিয়ে নোয়াখালী ও চট্টগ্রাম উপকূল অতিক্রম করতে পারে। ইতোমধ্যে জোয়ারের পানি বেড়ে কুতুবদিয়া, মহেশখালি প্লাবিত হয়েছে। তবে আবহাওয়াবিদরা বলেছেন, চট্টগ্রাম ও কক্সবাজার অতিক্রমের সময় ঝড়ের গতিবেগ কমে যেতে পারে। 

মহাসেনের প্রভাবে বরগুণা ও ভোলায় ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বরগুনায় এখন ঝড়ের প্রকোপ না থাকলেও পুরোপুরি বিপর্যস্ত হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা। কয়েকহাজার গাছ ভেঙ্গে পড়েছে রাস্তায়, বিদ্যুৎ সংযোগ না থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে বরগুনাবাসীকে।

এখন পর্যন্ত চট্টগ্রাম ও কক্সবাজারকে ৭নং বিপদ সংকেত ও মংলাকে ৫নং বিপদ সংকেতের আওতায় রাখা হয়েছে।

প্রতিবেদন নিপুণ কাওসার

সম্পাদনা : জামিল আশরাফ খান, নিউজরুম এডিটর

এনকে/জেএ/১৬/০৫-২


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)