ঘূর্ণিঝড় ‘মহাসেন’ মোকাবেলায় প্রস্তুতি




প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম)

ঘূর্ণিঝড় ‘মহাসেন’ মোকাবেলায় সকল ধরনের প্রস্তুতি নিয়েছে সরকার। দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয়ের  যুগ্ন-মহাসচিব মোহাম্মাদ আব্দুল ওয়াজেদ প্রতিমুহূর্ত-কে জানান, “উপকূলীয় প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ডে দূর্যোব্যবস্থাপনা কমিটি গঠন করা হয়েছে।”

তিনি জানান, জেলা প্রসাশকের তত্ত্বাবধানে সকল প্রকার সতর্কতা মূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।  দূর্যোগ পরবর্তী অবস্থায় ক্ষয়-ক্ষতির হার কমাতে উপকূলীয় অঞ্চলে লোকজনদের সাইক্লোন সেন্টার ও উঁচু ভবনে আশ্রয় গ্রহনের নির্দেশ দেওয়া হয়েছে। এরই মধ্যে দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পক্ষ থেকে নগদ অর্থ ও চাল সরবরাহ করা হয়েছে। এছাড়া খাবার পানির জন্য পানি বিশুদ্ধ করণ ট্যাবলেট যথেষ্ট পরিমাণে সরবারহ করা হয়েছে।

সম্ভাব্য ক্ষতিগ্রস্থ এলাকার সকল লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে মোহাম্মাদ আব্দুল ওয়াজেদ প্রতিমুহূর্ত-কে বলেন,“উপকূলীয় এলাকায় বর্তমানে মাইকিং করা হয়েছে। অবস্থা বেগতিক হলে উপকূলীয় আসে পাশের এলাকার লোকজনকে জোর-পূর্বক সরিয়ে নেওয়া হবে।”
প্রতিবেদন : রাফি খান
আরকে-১৫/০৫-২

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)