ভারতের ফ্যাশন আলোকচিত্রী জগদীশ চিরনিদ্রায় শায়িত



প্রস্তুতি: বিনোদন (প্রতিমুহূর্ত.কম)

ভারতের প্রখ্যাত ফ্যাশন আলোকচিত্রী জগদীশ মালি আর নেইগতকাল ১৩ মে সোমবার  সকালে মুম্বাইয়ের নানাভাতি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই আলোকচিত্রী পরলোক গমন করেন মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ষাট বছর

এর আগে ১৯৯৮ সালে তার লিভারে সমস্যা ধরা পড়ে চিকিৎসার পর তিনি বেশ কয়েক বছর সুস্থ ছিলেনতবে কিছুদিন ধরে আবার তার লিভারে সমস্যা দেখা দেয়। মে তাঁকে মুম্বাইয়ের নানাভাতি হাসপাতালে ভর্তি করা হয় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


সোমবার সন্ধ্যায় শিবাজী পার্কে তার সৎকার সম্পন্ন হয়

জগদীশ মালি ১৯৮০ সালে  ফ্যাশন আলোকচিত্রী পেশা জীবন শুরু করেনতিনি বলিউডের রেখা, শাবানা আজমী, অনুপম খের, কারিনা কাপুর, ইরফান খানর মত প্রখ্যাত সব অভিনেতা-অভিনেত্রীর সাথে কাজ করেছেন

রিপোর্ট : আব্দুল্লাহ আল জুবায়ের
সম্পাদনা: জামিল আশরাফ খান

এজে/জেএ- ১৪/০৫-১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)