নাটমন্ডলে সপ্তাহব্যাপী রবীন্দ্র- নাট্যোৎসব

প্রস্তুতি : বিনোদন (প্রতিমুহূর্ত.কম)
১৯১৩ সালে গীতাঞ্জলী কাব্যগ্রন্থের জন্য প্রথম বাঙালী হিসেবে নোবেল পুরষ্কার পেয়েছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। দুই বাংলায় কবিগুরুর নোবেল প্রাপ্তির শতবর্ষ উদযাপন হচ্ছে নানা আয়োজনের মধ্য দিয়ে। নোবেল পুরষ্কার প্রাপ্তির শতবর্ষ উদযাপন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের উদ্যোগে নাটমন্ডলে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী রবীন্দ্র নাট্য উৎসব।

উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের ৩য় বর্ষের ৬ষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থিরা পরিবেশন করবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক ‘বিশর্জন’। এ নাটকের পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন নাট্যকলা বিভাগের শিক্ষক আহমেদুল কবির।

আগামী ২৪ মে থেকে ০১ জুন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টায় নাটকটির প্রদর্শনী হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় নাট্যকলা বিভাগের শিক্ষার্থিদের এই নিরীক্ষাধর্মী প্রযোজনাটি দেখার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

এ নাটকটি মঞ্চায়নের জন্য বিভাগের শিক্ষার্থিরা গত ০১ মাস নিয়মিত মহড়া করেছে। শিক্ষার্থিদের নিয়মিত পাঠের অংশ হিসেবে এ প্রযোজনাটি মঞ্চস্থ হচ্ছে।

প্রতিবেদন : পাভেল রহমান, বিভাগীয় সম্পাদক, বিনোদন
পি আর- ২৩-০৫-২০১৩/০৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)