জামায়াতের হরতালের শুরুতে ঢাকায় যান চলাচল প্রায় স্বাভাবিক

 প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম) --

জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির একেএম ইউসুফকে গ্রেফতারের প্রতিবাদে ও তার মুক্তির দাবিতে মঙ্গলবার সারাদেশে সকাল সন্ধ্যা হরতাল পালন করছে জামায়াত। সকাল ৬টা থেকে এ হরতাল শুরু হয়েছে।

 হরতালের শুরুতে ঢাকার দুই-একটি জায়গায় জামায়াত-শিবিরের ঝটিকা মিছিল ছাড়া তেমন কোনো তৎপরতার খবর পাওয়া যায়নি। সকাল থেকে রাজধানীতে ব্যক্তিগত গাড়ি কম দেখা গেলেও গণপরিবহন ছিল প্রায় স্বাভাবিক।

হরতালের সর্মথনে রাজধানী মগবাজারে ফজরের নামাজের পরপরই ঝটিকা মিছিল করেছে  জামায়াত। তবে সেখানে গাড়ি ভাংচুর বা ককটেল বিস্ফোরণের কোনো ঘটনা ঘটেনি।

প্রায় একই সময় মালিবাগ রেলগটে ১০/১২ জন শিবির কর্মী হরতালের সমর্থনে স্লোগান দিতে দিতে দ্রুত গলির ভেতর ঢোকে পড়ে।

রাজধানীর দয়াগঞ্জে বাজারে সকাল সাড়ে ৬টার দিকে ১৫-২০ জন শিবির কর্মী হরতালের সর্মথনে বের করে। এসময় তারা রেললাইনের ওপর দু’টি টায়ারে আগুন জ্বালিয়ে অবস্থান নেন।  পুলিশ এসে তাদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে যান।  পরে পুলিশ পানি দিয়ে টায়ারের আগুন নিভিয়ে দেয়। সেখান থেকে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

মিরপুর ১০ নম্বরে জামায়াত-শিবির কর্মীরা হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করে।

জামায়াতে ইসলাম এর আগেও রোববারে দলের  সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামানের ফাঁসির রায়ের বিরুদ্ধে সকাল-সন্ধ্যা হরতাল পালন করে। 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)