নজরুলের কবিতা অবলম্বনে নাটক ‘বাঁধন হারা পালক’


প্রস্তুতি : বিনোদন  (প্রতিমুহূর্ত.কম)

‘পূজারিণী’ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অনবদ্য একটি সৃষ্টি। এই কবিতা অবলম্বনে শুভাশিস সিনহা রচনায় এবং জাহেদ নবীর পরিচালনায় নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘বাঁধন হারা পালক’।

২৫ মে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাভিশনে এই নাটকটি সম্প্রচার করা হবে।

নাটকের গল্পে দেখা যায়, এক যুবক স্বপ্নে তার সাবেক প্রেমিকাকে দেখে। তার প্রেমিকা সব ছলনা সামনে ভেসে আসে। সে সময় অধরা নামে এক মেয়ে তার ঘুম ভেঙ্গে দেয়। নানা ঘটনায় তাদের মধ্যে প্রেম ভালোবাসার সৃষ্টি হয়। কিছুদিন পর যুবক সেই মেয়ের সাথে সম্পর্ক ছিন্ন করে কবিতা লেখায় মনোনিবেশ করে। নিজের বিনোদনের জন্য সে জলসা ঘরে যায়। সেই জলসায় অধরার গাওয়া একটা গান শুনতে পেয়ে জলসা ঘরের এক মেয়ের সাথে সে অধরার বাসায় যায়। সেখানে গিয়ে পূর্বের অধরাকে না পেয়ে বর্তমানের অধরাকে দেখে অনেক কষ্ট পায়। পরিশেষে, অনেকগুলো ঘুমের ঔষধ হাতে নিয়ে ভাবতে থাকে কি করবে। অন্য জীবন বেছে নেবে না ঘুমের ঔষধ খাবে? জানতে হলে দেখতে হবে এই নাটকটি।

নাটকটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মীর সাব্বির, সোহানা সাবা, জয়ন্তী বণিক এবং একটি অতিথি চরিত্রে কুসুম শিকদার।

উল্লেখ্য, এই নাটকের মধ্য দিয়ে অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে ‘ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো’র সেরা তিনের জয়ন্তী বনিকের।

বাংলাভিশনের নিজস্ব প্রযোজনায় নির্মিত এই নাটকটি ২৫ মে, শনিবার, রাত ৯টা ০৫ মিনিটে বাংলাভিশনে সম্প্রচার করা হবে।


প্রতিবেদন ও সম্পাদনা : জামিল আশরাফ খান, নিউজরুম এডিটর

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)