আই হসপিটাল নির্মাণের অর্থ সংগ্রহের লটারির ড্র অনুষ্ঠিত

 প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম) ---

অন্ধত্ব নিরসনের লক্ষ্যে লায়ন এ. বাদল আই হসপিটাল নির্মাণের অর্থ সংগ্রহের উদ্দেশ্যে সরকার অনুমোদিত ৪০ লক্ষ টাকার লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে ২৫ লক্ষ টাকার প্রথম পুরস্কার পেয়েছেন ‘ঘ-০১৪৫৯৯৯’।

মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউন্সে এই লটারির ড্র অনুষ্ঠিত হয়। লটারির ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় অধ্যাপক ডা. এমআর খান, প্রতিষ্ঠানটির সভাপতি লায়ন আমানুল্লাহ বাদল, লায়ন্স ক্লাব অব ঢাকা প্রিমিয়ার এর প্রেসিডেন্ট লায়ন এম কামাল উদ্দিন, পরিচালক মমিনুল হক, সংসদ সদস্য শাহ মো. জিকরুল আহমেদ, লায়ন এম এ রশিদ শাহ সম্রাট, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালক ডা. দ্বীন মোহাম্মদ নূরুল হক, মেজর জেনারেল (অব.) এটিএম আব্দুল ওয়াহাব, মো ওবায়েদ উল্লাহ প্রমুখ।

লটারির এ ড্র‘তে দ্বিতীয় পুরস্কার ৮০০ সিসির মোটর গাড়ি বা ১০ লক্ষ টাকা পেয়েছেন ‘জ-০৩৩০৯০৯’।

তৃতীয় পুরস্কার ১০০ সিসির মোটর সাইকেল পেয়েছেন ‘ঙ-০৫৩৩৯০৭’। চতুর্থ পুরস্কার ১টি এলসিডি টিভি পেয়েছেন ‘ঞ-০৫৩২৮৪৩’।

এভাবে মোট ৪০ লক্ষ টাকার মোট ১৫০টি পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে পঞ্চম পুরস্কার ৩০ হাজার টাকা, ৬ষ্ঠ পুরস্কার ৫টি ১০ হাজার টাকা, ৭ম পুরস্কার ১০টি ৫ হাজার টাকা, ৮ম পুরস্কার ১০টি ৩ হাজার টাকা, ৯ম পুরস্কার ২০টি ২ হাজার টাকা, ১০ম পুরস্কার ১০০টি ১ হাজার টাকা।





মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)