ফেসবুকে জামিলকে নিয়ে নিন্দার ঝড়





প্রস্তুতি : বিনোদন (প্রতিমুহূর্ত.কম)
 
কলকাতার টিভি চ্যানেল জি বাংলার কমেডি শো মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জ-৭ এর ১৫ মে বুধবারের এপিসোড ফেসবুকে দেয়া মাত্র নিন্দার ঝড় ওঠে ওই এপিসোডে বাংলাদেশের পাবনার প্রতিযোগী জামিল আহমেদ বাংলাদেশ ক্রিকেট টিমকে তাচ্ছিল্য করে কৌতুক পরিবেশন করেন

ওই ভিডিওটি ফেসবুকে দেয়ার ২২ ঘণ্টার মধ্যে ৩৫৮ টি লাইক, ২১ টি শেয়ার ও ৮৪ টি কমেন্টস করা হয় এর মধ্যে অনেকেই নিন্দা করে কমেন্টস করেন

বিদেশি একটি টিভি চ্যানেলে বাংলাদেশকে ব্যাঙ্গ করা কতটা যুক্তিসঙ্গত তা নিয়ে প্রশ্ন উঠেছে এমডি সেলিম নামের একজন  ফেসবুক ব্যবহারকারী বলেন, এই কৌতুকটা বাংলাদেশের কোন অনুষ্ঠানে করলে মানা যেতো, কিন্তু বাংলাদেশি জামিল ওইখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, তাই দেশকে ছোট করা তার উচিত হয়নি

তাসিন চৌধুরী নামের আরেকজন বলেন, ‘দেশের ক্রিকেট নিয়ে যদি কৌতুক করতেই হয় তবে সেটা দেশের মাটিতে করাটাই ভালোআন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে সেটা করা মানে দেশকে অপমান করা

ক্ষুব্ধ প্রতিক্রিয়ায় আশফাক খান নামে একজন লিখেছেন, ‘নিজের দেশেই যখন এইরকম লোক আছে তখন আমরা শেবাগকে দোষ দেই কেনএইটা পাবনার মেন্টাল হাসপাতাল থেকে পালিয়ে মিরাক্কেলে গেছে

ওই অনুষ্ঠানে জামিল আহমেদ ছোট ছোট বেশ কিছু কৌতুক পরিবেশন করেন
ব্যাটসম্যান আশরাফুলকে নিয়ে কৌতুকে বলেন, ‘আশরাফুলের ছেলে আশরাফুলের বৌকে বললো, 'মা, মা, মা, দেখে যাওবাবা ছয়ের পরে ছয় মেরেই যাচ্ছে, মেরেই যাচ্ছে' এই শুনে আশরাফুলের বৌ বললো, 'সোনা, অনেক বড় হয়েছোযাকে তাকে বাবা বলো না

আরেকটি কৌতুক এমন, বাংলাদেশের ব্যাটিং আর সুলভ শৌচাগারের মধ্যে মিল কোথায়?  কখন আসছে, কখন যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না

বোলারদের নিয়ে কৌতুক করে তিনি বলেন, ‘আপনার পছন্দের সুন্দরী রমণীকে কাছে পেয়ে আদর করা হচ্ছে ৬ বলে ৩৭ রান করার মতোএকটাই ভরসা তবুও তো বাংলাদেশের বোলাররা আছে

জামিল আহমেদের কৌতুক পরিবেশন শেষ হলে উপস্থাপক মীর জিজ্ঞেস করেন, হঠাৎ ক্রিকেট টিমের ওপর এত রাগ কেন? উত্তরে জামিল বলেন, ‘বউকে নিয়ে কৌতুক করতে পারলে বাংলাদেশ ক্রিকেট টিমকে নিয়ে করতে পারব না কেনো? দুজনকেই তো খুব ভালোবাসি!’

ফেসবুকে অয়ন নামের একজন বলেন, ‘বউ তোমার ব্যক্তিগত সম্পত্তি, কিন্তু দেশ তোমার ব্যক্তিগত সম্পত্তি না। তুমি মজার জন্য বউয়ের সম্মান অন্যদের কাছে দিতে পারো কিন্তু দেশের সম্মান অন্যদের কাছে দিতে পারো না
 
ভারত ও বাংলাদেশ ক্রিকেট দলের একটি কাল্পনিক তুলনামূলক চিত্রও উঠে আসে তার ব্যঙ্গাত্মক উপস্থাপনায়ওই এপিজোডে জামিল যৌথভাবে সেরা  পুরষ্কার লাভ করেন

উল্লেখ্য, গতবছর থেকে বাংলাদেশ থেকে প্রতিযোগী নেয়া শুরু করে মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জ প্রোগ্রামটি এতে মিরাক্কেল আক্কেল চ্যালেঞ্জ-৭ এর চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের আবু হেনা রনি দুই বাংলাতেই অনুষ্ঠানটি ব্যাপক জনপ্রিয়

লেখা : সজল রোজারিও
সম্পাদনা : জামিল আশরাফ খান, নিউজরুম এডিটর
এসআর/জেএ/১৮/৫-১


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)