খালেদার আলটিমেটামের তাৎক্ষণিক জবাবে হাসিনা

খালেদার আলটিমেটামের তাৎক্ষণিক জবাবে হাসিনা


প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম/ protimuhurto.com) ---

নির্দলীয় ও তত্বাবধায়ক সরকারের ঘোষণার দাবি জানয়ে বিরোধী দলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দেওয়া আলটিমেটামের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন,
 বিরোধী দল দেশকে সংঘাতের দিকে ঠেলে দিতে চাচ্ছে। তবে আলোচনার জন্য দরজা এখনো খোলা।


শনিবার রাতে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (মিডিয়া) মাহবুবুল হক শাকিল  এ প্রতিক্রিয়ার কথা জানান।
প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে মাহবুবুল হক বলেন, শেখ হাসিনা বলেছেন, ‘বারবার সংলাপের প্রস্তাব দেওয়া সত্ত্বেও বিরোধীদলীয় নেতা এ আলটিমেটামের মাধ্যমে সংঘাতের পথ বেছে নিয়েছেন। তবে, আলোচনার জন্য দরজা এখনো খোলা।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আমি সংসদ বা সংসদের বাইরে যেকোনো জায়গায় আলোচনায় রাজি। দেশ ও গণতন্ত্রের স্বার্থে বিরোধীদলীয় নেতার উচিত দেশকে অস্থিতিশীল না করা, নৈরাজ্য সৃষ্টি না করা। আমি তাদের নৈরাজ্যের পথ পরিহারের আহ্বান জানাচ্ছি।’

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এক অনুষ্ঠানে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াকে হরতাল-নৈরাজ্য পরিহার করে চলমান সংকট নিরসনের জন্য সংলাপে বসার আহ্বান জানান।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)