ফেদেরার-নাদাল ফাইনাল


প্রস্তুতি : খেলা (প্রতিমুহূর্ত.কম)


ইতালিয়ান ওপেনের ফাইনালে উঠেছে রজার ফেদেরার ও রাফায়েল নাদাল । টেনিসের এ দুই সাবেক এক নম্বর তারকার এই  নিয়ে ৩০ তম সাক্ষাৎ হতে যাচ্ছে ।

মুখোমুখি লড়াইয়ে ফেদেরারের চেয়ে নাদাল ঢের এগিয়ে আছেন । আগের ২৯ টি খেলায় নাদাল জিতেছেন ১৯ টি আর ফেদেরার ১০ টিতে । তবে সমীকরণ দিয়ে তো আর সঠিক অনুমান করা যায় না । ফেদেরার-নাদাল মানেই জমজমাট একটি খেলা ।

প্রথম সেমিফাইনালে নাদাল চেক প্রজাতন্ত্রের টমাস বা র্ডিচকে ৬-২, ৬-৪ গেমে সহজেই হারিয়েছেন। দ্বিতীয় সিমিফাইনালে ৭-৬, ৭-৪ গেমে ফ্রান্সের বেনোইত পেয়ারকে হারিয়েছেন ফেদেরার ।

ফেব্রুয়ারিতে চোট কাটিয়ে ফেরা নাদালের বছরটা দুর্দান্ত যাচ্ছে । এই বছরে আট বারের মত ফাইনালে উঠলেন তিনি । আগের সাতটির পাঁচটিতেই জিতেছেন শিরোপা । অন্যদিকে ফেদেরার এ বছরের স্বাদ পাননি ।

পুরনো সাক্ষাতের রেকর্ড আর এই বছরের পারফরমেন্সে নাদাল এগিয়ে থাকলেও চিরপ্রতিদ্বন্দ্বী ফেদেরারও চাইবেন শিরোপা জিততে । আরও একটি জমজমাট ফাইনালের জন্য মুখিয়ে থাকবে টেনিসপ্রেমীরা ।


লেখা : সজল বি রোজারিও
সম্পাদনা : জামিল আশরাফ খান, নিউজরুম এডিটর
এসআর/জেএ/১৯/৫-২

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)