মা : গল্প-কবিতা-উপন্যাস আর গানে গানে ...

মা : গল্প-কবিতা-উপন্যাস আর গানে গানে ...


প্রস্তুতি :এক্সক্লুসিভ (প্রতিমুহূর্ত.কম)

‘মা’ মানেই একজন কিশোরী, একজন মেয়ে, একজন নারী, একজন মহিলা। জীবনের নানা মুহূর্তে আমরা ‘মা’ কে ভিন্ন ভিন্ন রূপে দেখতে পাই। ‘মা’ সার্বজনীন শ্রদ্ধার পাত্র। ‘মা’ হচ্ছেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী।
 মানব জন্মদাত্রী। দশ মাস দশদিন সন্তানকে গর্ভে ধারণ করে যে প্রসব ব্যাথায় কাতরিয়ে সন্তান জন্ম দেন। সারা জনম ঘাত-প্রতিঘাত, দুঃখ-কষ্ট মেনে নিয়ে অসীম ত্যাগ স্বীকার করে যে মুখে এতটুকু হাসি রেখে আমাদের হাসি-খুশি রাখেন। এই হল সেই নারী যে কখনো তাঁর ব্যাথাকে আমাদের উপলব্ধি করতে দেন না। উল্টো আমাদের যেকোন অজানা কথা অকপটে বলে দিতে পারেন অনায়াসে। সন্তান একমুহূর্ত চোখের আড়াল হলেই মা বিনিদ্র রজনী কাটান।

‘মা’ হচ্ছেন একজন মমতাময়ী। সকল ভালবাসার কেন্দ্রবিন্দু। অসুখ-বিসুখ, বিপদ-আপদে একমাত্র মাকে কাছে পাওয়া যায় আপণ করে। একমাত্র মাকে খুলে বলা বলা যায় মনের অব্যক্ত সব কথা। মা হচ্ছেন সেই নারী যিনি আমাদের প্রিয় পুরুষ বাবার পথসঙ্গিনী। সংসার পরিচালিকা। মা সকলের নিকট আপণ। মানব সমাজে যেমন মায়ের অবস্থান রয়েছে তেমনি পশুর মধ্যেও মাতৃত্ববোধ বিদ্যমান। জন্মের পর আমরা প্রথম মায়ের মুখের ভাষা শুনি। আশ্চর্যজনক হলেও সত্য পৃথিবীর অধিকাংশ ভাষায়ই ‘ম’-এর সমার্থক শব্দটি ‘ম’ ধ্বনি দিয়ে শুরু হয়।


প্রতিবছর ‘মে’ মাসের দ্বিতীয় রোববারকে ‘মা দিবস’ উদযাপন করা হয় বিশ্বব্যাপী। ‘মে’ মাসের সাথেও ‘ম’ ধ্বনির সংশ্লিষ্টতা রয়েছে। সেদিক থেকে ‘ম’ ধ্বনিকে আন্তর্জাতিক ধ্বনি বলা চলে। ‘মা’ মানেই ‘ম’ ধ্বনি। এই ধ্বনি সকলেন মনে, প্রাণে, রক্তে মিশে আছে। মিশে আছে শরীরে সুরে সুরে। মানবের মননশীলতায়। তাইতো এই ধ্বনিকে ভালবেসে তৈরি হয়েছে কত গল্প-কবিতা, গীত-গান উপন্যাসসমগ, চিত্রকর্ম। শব্দ হিসেবে ‘মা’ সবার কাছেই প্রিয়। কাছের ও ভালবাসার মানুষ হিসেবে ‘মা’ অনন্যা। ‘মা’ কে ভালোবেসে শিল্পরাজ্যের বিখ্যাতব্যক্তিরা সৃষ্ট করে গেছেন অসাধারণ সব সৃষ্টকর্ম ও সাহিত্য। মাকে নিয়ে বা মাকে কেন্দ্র করে বাঙালি ও বাংলাদেশী কবি, লেখক, গীতিকার, গায়ক এমন কিছু সৃষ্টিকর্মের কথা নিচে উল্লেখ করা হল।

উপন্যাস:

১. জননী - মানিক বন্দোপাধ্যায়
২. বিন্দুর ছেলে - শরৎচন্দ্র চট্টোপাধ্যয়
৩. গোরা - রবীন্দ্রনাথ ঠাকুর
৪. জননী - শওকত ওসমান
৫. মা - আনিসুল হক
৬. জ্যোৎস্না ও জননীর গল্প - হুমায়ুন আহমেদ
৭. একাত্তরের দিনগুলি - জাহানারা ইমাম


কবিতা:

১. বীরপুরুষ
কবি: রবীন্দ্রনাথ ঠাকুর
২. খোকার গপ্প বলা
কবি: কাজী নজরুল ইসলাম
৪.কত ভালবাসি
কবি: কামিনী রায়
৫. পল্লী জননী
কবি: জসীম উদ্দীন
৬. কোন এক মাকে
কবি: আবু জাফর ওবায়দুল্লাহ

ছড়া:

১. নোলক
ছড়াকার: আল মাহমুদ
২. জননী জন্মভূমি
ছড়াকার: সুভাষ মখোপাধ্যায়
৩. আঁকতে আঁকতে
ছড়াকার: ফারুক নওয়াজ


গান :

১. মাগো মা, ওগো মা, আমারে বানাইলি তুই দিওয়ানা
গীতিকার: মাজহারুল আনোয়ার
সুরকার: সত্য সাহা
শিল্পী : খুরশীদ আলম

২. এমন একটা মা দে না
শিল্পী : ফেরদৌস ওয়াহিদ
গীতিকার ও সুরকার: নাসির আহমেদ

৩. একটা চাঁদ ছাড়া রাত আঁধার কালো
শিল্পী : কুমার বিশ্বজিৎ
গীতিকার ও সুরকার: কবির বকুল

৪. ১০ মাস ১০ দিন ধরে গর্ভধারণ
শিল্পী : জেমস
গীতিকার ও সুরকার: প্রিন্স মাহমু

৫. ওই আকাশের তারায় তারায়
শিল্পী : রাশেদ/ শওকত আলী ইমন
গীতিকার: আসিফ ইকবাল
সুরকার:শওকত আলী ইমন

৬. মায়ের একধার দুধের দাম, কাটিয়া গায়ের চাম
কণ্ঠ: ফকির আলমগীর
কথা ও সুর: সংগ্রহ

৭. মা. . .
গীতিকার, সুরকার ও শিল্পী: আরেফিন রুমি

লেখা: জামিল আশরাফ খান নয়ন
সূত্র: ইন্টারনেট

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)