সিম কার্ডের উপর ভ্যাট কমালো


প্রস্তুতি : প্রযুক্তি (প্রতিমুহূর্ত.কম)
মোইবাল ফোনের সিমকার্ডের উপর নির্দিষ্ট ভ্যাট কমিয়ে ৩০০ টাকা করা হয়েছে। এর আগে সিমকার্ডের ভ্যাট ৬০০ টাকা ছিলো।
এছাড়া তৃতীয় প্রজন্মের মোবাইল ফোন প্রযুক্তির নেটওয়ার্ক (থ্রিজি) লাইসেন্সের মূল্য সংযোজন কমানো হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক জরুরী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে থ্রি-জি লাইসেন্সের ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৭ শতাংশ করা হয়।
বৈঠকের পর এ সংক্রান্ত একটি এসআরও জারি করেছে এনবিআর।

প্রতিবেদন : হাসান ইমাম, বিভাগীয় সম্পাদক, প্রযুক্তি
এইচআই- ১৬/০৫- ৪

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)