বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে ঝরে গেল ২টি প্রাণ

 প্রস্তুতি : রাজধানী (প্রতিমুহূর্ত.কম)

জলাবদ্ধ রাস্তায় বিদ্যুতের ছেঁড়া তারে স্পৃষ্ট হয়ে প্রাণ দিতে হয়েছে ২ ব্যক্তির।

আজ ২৩মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বংশালের নর্থসাউথ রোড এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতভর বৃষ্টি ও দুর্বল ড্রেনেজ সিস্টেমের কারণে বৃহস্পতিবার সকালের দিকে নর্থসাউথ রোড এলাকায় হাঁটু সমান পানি জমে যায়। এ সময় রাস্তার ধারের বিদ্যুতের পিলার থেকে একটি তার ছিঁড়ে রাস্তায় পড়লে ওই স্থানের পানিও বিদ্যুতায়িত হয়ে পড়ে।

সকাল সাড়ে ৯টার দিকে ২জন পথচারী সেখানে পৌঁছানো মাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তৎক্ষণিকভাবে মারা যান।

এলাকাবাসী অভিযোগ করে বলেন, রাস্তায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে থাকলেও এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো খেয়াল করত না। কর্তৃপক্ষের অবহেলাকেই এ মর্মান্তিক দুর্ঘটনার জন্য দায়ী করছে তারা।

দুর্ঘটনায় নিহত ২ ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি, তবে এলাকাবাসী ধারণা করছে তারা পার্শ্ববর্তী মালিটোলা এলাকার বাসিন্দা।

নিহতদের লাশ পুরান ঢাকার মিটফোর্ড মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যাওয়া হয়েছে।

সম্পাদনা : আতিক আহম্মেদ অর্পণ
এএ/২৩/৫-২

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)