সভা-সমাবেশ নিষিদ্ধের প্রতিবাদে প্রতিবাদী সমাবেশ ও মিছিল আহ্ববান



প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম)

আগামীকাল ২৪ মে শুক্রবার শাহাবাগের মোড়ে বিকেল সাড়ে ৪টায় দেশে ১মাস সভা-সমাবেশ নিষিদ্ধের প্রতিবাদে, প্রতিবাদী সমাবেশ ও মিছিলের আহ্ববান করে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক ইভেন্টের আয়োজন করা হয়।

ইভেন্টটি তে বলা হয় ‘অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ ন্যায়সঙ্গত অধিকার।

রাষ্ট্র আজ আমাদের সেই অধিকার কেড়ে নিতে চলেছে। ১ মাসের জুজু চাপিয়ে দেয়া হয়েছে মৌলিক এই অধিকারের ওপর। এই সময়ে জাতীয় স্বার্থবিরোধী কোনো কাজ হলে আমরা প্রতিবাদ করতে পারব না। রাজাকারের বিচার কেন বিলম্বিত হচ্ছে, এমনকি এই প্রশ্ন তুলতে পারব না।

অধিকার নিয়ে রাষ্ট্রকে কিছু বলতে যাওয়ার রাস্তা আর খোলা রইল না। আমরা রাষ্ট্রের এই চরম অগণতান্ত্রিক, ফ্যাঁসিবাদি সিদ্ধান্ত মানি না। আসুন প্রতিবাদের অধিকার আদায় করে নেই।

২৪ মে, শুক্রবার শাহবাগ মোড়ে বিকেল ৪টা ৩০ মিনিটে আমরা অধিকার আদায়ের দাবিতে মিলিত হব।
প্রতিবাদী সমাবেশ ও মিছিল করে আমরা জানান দেব- অন্যায় যেই করুক কাউকে ছাড় দেয়া হবে না’।
এই ইভেন্টটিতে প্রায় ৫হাজারেরও বেশি মানুষকে ইনভাইট করা হয়।

প্রতিবেদন : হাসান ইমাম
এইচআই- ২৩/০৫- ২

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)