সিরিয়ার সংকট নিরসনে ওবামা ও ক্যমেরুনের বৈঠক

প্রস্তুতি : আন্তর্জাতিক (প্রতিমুহূর্ত.কম)


সিরিয়ার সরকারি ও বিদ্রোহী বাহিনীর উভয় পক্ষের দ্বন্দ্ব সমাধানের উদ্দেশ্য এক বৈঠকে বসেন যুক্তরাষ্টের প্রেসিডেন্ট বারাক ওবামা ও ব্রিটিশ প্রধান মন্ত্রী ডেভিড ক্যমেরুন।

বৈঠক শেষে ওবামা ও ক্যমেরুন এক যৌথ সংবাদ সম্মেলনে যোগ দেন।

সংবাদ সম্মেলনে ওবামা বলেন, সিরিয়ার বাসারের সরকার ও সরকার বিরোধী এই দুপক্ষকে জেনেভায় এক আলোচনায় বসানোর উদ্যোগ নেয়া হচ্ছে। মূলত সেখানে দেখা হবে, ঠিক কোন প্রক্রিয়ার মাধ্যমে আসাদ বাহিনী নতুন প্রসাশনের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। যা সিরিয়ার জনগণের কাছে তা গ্রহনযোগ্য হবে।

এতে ব্রিটিশ প্রধান মন্ত্রী ক্যমেরুন বলেন, এ আলোচনা সিরিয়ার যুদ্ধ শেষ করার এক শান্তিপূর্ণ মাধ্যম হতে পারে। তিনি আরও উল্লেখ করেন, ইউরোপীয় ইউনিয়নকে অস্ত্র নিষেধাজ্ঞা শিথিল করার জন্য চাপ সৃষ্টি করে যাচ্ছে ব্রিটিশ সরকার।

প্রতিবেদন : রাফি খান
সম্পাদনা : আতিক আহম্মেদ অর্পণ





আরকে/১৪/৫-১









মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)