বাংলাদেশ বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাইট হ্যাক !






প্রস্তুতি : প্রযুক্তি (প্রতিমুহূর্ত.কম)

তথ্য মন্ত্রণালয়ের সাইট হ্যাকের শিকার হওয়ার পর এবার বাংলাদেশ বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mocat.gov.bd) হ্যাক হলো।



‘টিম টাইগার’ নামের হ্যাকার সংঘটন সাইটটি হ্যাক করে।  হ্যাকিং সম্পর্কিত নিউজ সাইট 'নিউজএইচ.কম' (www.news-h.com) এ বিমান ও পর্যটন সাইটের এডমিন ইউজারনেম ও পাসওয়ার্ড দিয়ে দেওয়া হয়।



২০১১ সালে দার্জিলিং পুলিশ ডিপার্টমেন্ট ও নেপাল টেলিকমিউনিকেশন অথোরিটির ওয়েবসাইট হ্যাকের মাধ্যমে সংঘটনটি বিভিন্ন আন্তর্জাতিক পত্রিকায় ফলাও হয়। এছাড়া একই সালে সংঘটনটি বাংলাদেশ পুলিশের ওয়েবসাইট হ্যাক করে।



কয়েকদিন পরপর মন্ত্রণালয়ের ওয়েবসাইট হ্যাকের পুনরাবৃত্তির মাধ্যমে এসকল সাইটের সিকিউরিটির সম্পর্কে প্রশ্ন থেকেই যায়।

প্রতিবেদক : হাসান ইমাম
এইচআই- ১৫/০৫- ১

মন্তব্যসমূহ

  1. টীম টাইগার হইলো কিছু বাঘের দল ... আর প্রতিবেদক হাসান ইমাম হইলো ভুয়া পাবলিক :P

    উত্তরমুছুন

একটি মন্তব্য পোস্ট করুন

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)