উপকূলের যেসব জায়গায় ঘূর্ণিঝড় সতর্কতা পৌছেনি


প্রস্তুতি : সারাদেশ (প্রতিমুহূর্ত.কম)

ঘূর্ণিঝড় ‘মহাসেন’ প্রবল বেগে উপকূলীয় এলাকার দিকে ধেয়ে আসছে । এ বিষয়ে দেশের উপকূলীয় অঞ্চলগুলো তেজেলা পরিষদ, উপজেলা পরিষদ, রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন স্বেচ্চসেবী সংগঠনের পক্ষ থেকে সতর্কতা সংকেত জানিয়ে মাইকিংও করা হচ্ছে। কিন্তু নোয়াখালি জেলার হাতিয়ার দূর্গম চর অঞ্চলে রাস্তাঘাট ও মোবাইল নেটওয়ার্ক না থাকায় এই প্রচারনা ব্যাহত হচ্ছে।

বিভিন্ন সূত্রে জানা গেছে, নোয়াখালর হাতিয়া উপজেলার নিঝুমদ্বীপ, ঢালচর, ক্যারিংচর, দমারচর,  জাগলার চর, নলেরচর, নঙ্গলীয়ারচরসহ বিভিন্ন চরের অধিকাংশ মানুষ ঘূর্ণিঝড় সম্পর্কে এখনও তেমন কিছু জানে না। কারণ বেশিরভাগ চরে মোবাইল নেটওয়ার্ক নেই। আশ্রয় কেন্দ্রও নেই অনেক জায়গায়। স্থানীয় প্রশাসনকে ঘূর্ণিঝড় সতর্কতার প্রচারণা চালাতে হিমশিম খেতে হচ্ছে।
আরএম-১৫/৫-২

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)