এজেন্ট ব্যাংকিং চালু করলো অগ্রণী ব্যাংক



প্রস্তুতি : অর্থনীতি (প্রতিমুহূর্ত.কম)

 

 নেটওয়ার্ক ম্যানেজমেন্ট দুয়ার এর সহোযোগিতায় দেশে প্রথমবারের মতো এজেন্ট ব্যাংকিং চালু করলো অগ্রণী ব্যাংক লিমিটেড। এই এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের নাম রাখা হয়েছে অগ্রণী দুয়ার ব্যাংকিং 

গতকাল বুধবার  অগ্রণী ব্যাংক ও দুয়ারের উর্ধতন কর্মকর্তার উপস্থিতে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এই সেবার উদ্বোধন করেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আবদুল হামিদ ও দুয়ারের চেয়ারম্যান ড. এ কে এ মুবিন।

 নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলা, অ্যাকাউন্টে টাকা জমা ও উত্তোলন, টাকা স্থানান্তর (দেশের ভেতর), রেমিট্যান্স উত্তোলন, বিভিন্ন মেয়াদি আমানত প্রকল্প চালু, বিদ্যুৎ, টেলিফোন ও গ্যাস বিল পরিশোধ, বিভিন্ন প্রকার ঋণ উত্তোলন ও পরিশোধ এবং সামাজিক নিরাপত্তার আওতায় সরকারি সব প্রকার ভর্তুকি গ্রহণ করা ইত্যাদি সকল সেবা এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে পাওয়া যাবে।

 

প্রতিবেদন : হাসান ইমাম

এইচআই- ১৫/০৫- ২

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)