রাঙ্গামাটিতে ফ্রি আউটসোর্সিং ট্রেনিং

প্রস্তুতি : প্রযুক্তি (প্রতিমুহূর্ত.কম) --

রাঙ্গামাটিতে আউটসোর্সিং এর উপর আগামী ১৯-২০ মে দু’দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে যুব সমাজকে আত্ম-সামাজিক উন্নয়ণের লক্ষ্যে অন লাইনে আয় করার পদ্ধতি বিষয়ে দু’দিনের এই কর্মশালা আয়োজন করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়।

“লার্নিং এন্ড আর্নিং প্রশিক্ষণ কর্মসূচি” শীর্ষক এই ট্রেনিং কর্মশালাটি সমন্বয় করছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ১৯ ও ২০ মে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণে অংশগ্রহণ করতে আগ্রহী কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহারকারীদের অতিসত্তর রেজিষ্ট্রশন করার অনুরোধ জানানো হয়েছে।

রেজিষ্ট্রশন গ্রহণকারীদের মধ্য থেকে নির্বাচিত প্রার্থীদের নিজস্ব ল্যাপটপ, মডেম, পাসপোর্ট সাইজের ডিজিটাল ছবি ও ন্যাশনাল আইডি কার্ড অথবা যেকোন ধরনের একটি আইডি কার্ড সঙ্গে নিয়ে প্রশিক্ষণে অংশ গ্রহণ করতে হবে।



রেজিষ্ট্রশনের জন্য-
http://www.centrenic.net   এই ঠিকানায় লগইন করতে হবে।
সাহায্য পেতে ফোন করুন : ০১৭১৪৯৭১৭১৬, ০১৭৬৮৭০০৬০৫।

প্রতিবেদন : মোঃ নাছির উদ্দিন সোহেল, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি
সম্পাদনা : জামিল আশরাফ খান, নিউজরুম এডিটর
এমএন/জেএ/১৭/০৫-১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)