মহাসেনের আঘাতে ভোলায় পন্টুন গ্যাংওয়ে বিধস্ত

প্রস্তুতি : সারাদেশ (প্রতিমুহূর্ত.কম)

ভোলায় ঘূর্নিঝড় মহাসেনের আঘাতে ইলিশা ফেরি ঘাটের পন্টুন ও গ্যংওয়ে  ক্ষতিগ্রস্ত  হওয়ায় শুক্রবারও ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল করেত পারেনি। টানা ৪দিন ফেরি বন্ধ থাকায়  দু’পাড়ে আটকা পড়েছে কয়েকশ যানবাহান।

একই অবস্থা দৌলতখান লঞ্চ ঘাটের পন্টুন ওঠে গেছে চড়ায় । তা শুক্রবার পর্যন্ত নামানো সম্ভব হয় নি। মহাসেনের রেশ কেটে গেলেও যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়ে ওঠে নি সব রুটে।

ফেরি রুটের দায়িত্বে থাকা ম্যানেজার নুরুল ইসলাম ভূইয়া জানান, পন্টুন ঠিক না হতে ফেরি চালানো যাচ্ছে না। ভোলার ইলিশা ও লক্ষ্মীপুরের মজুচৌধুরী ফেরি ঘাট এলাকায় দু’ কিলোমিটার দীর্ঘ বাস ট্রাকের লাইন পড়েছে।

ঘূর্নিঝড় মহাসেন ধেয়ে আসায়  ৫ নম্বর সতর্ক সংকেত জারির আগ থেকেই ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। মঙ্গলবার বিকাল থেকেই আর কোন ফেরি চলে নি।

প্রতিবেদন :  অচিন্ত্য মজুমদার, ভোলা জেলা প্রতিনিধি

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)