ইট ভাটার কালো ধোয়া ও গ্যাসে ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণ


প্রস্তুতি : সারাদেশ(প্রতিমুহূর্ত.কম)



সিরাজগঞ্জের কোণাবাড়ীতে সম্প্রতি মালাকার ব্রিকস ইট ভাটার গ্যাস ছাড়ার কারণে প্রায় তিন'শ জন কৃষকের ১০০ একর জমির ধান পুড়ে সম্পূর্ণ নষ্ট হয়ে যায়ওই ঘটনা বিভিন্ন পত্র পত্রিকা ও টিভি চ্যানেলে প্রচার করা হয়। ক্ষতিগ্রস্থ কৃষকদের আজ ২১ মে সোমবার ক্ষতিপূরণ দেয়া হয়েছে । 

কামারখন্দ উপজেলা কৃষি অফিসার মোঃ রিয়াজ উদ্দিন ও টি,এন,ও অভিজিৎ রায় এ ঘটনা পরিদর্শন করেন এবং কৃষকদের ক্ষতির পরিমান নির্ধারণ করেন । তাদের প্রতিবেদন অনুযায়ী ৭৫ একর জমির ধান নষ্ট হওয়ার প্রমাণ মিলেছে। 
এ অবস্থায় ইট ভাটার মালিক শ্রী প্রফুল্ল কুমার মালাকার ক্ষতিগ্রস্থ কৃষকদের ২১ মে ক্ষতিপূরণ প্রদান করেন । কামারখন্দ উপজেলা চেয়ারম্যান মোঃ শহিদুল্লাহ সবুজ, ভাইস চেয়ারম্যান মোঃ আঃ মান্নান সেখ, ভদ্রঘাট ইউ,পি,চেয়ারম্যান মোঃ সিরাজউদ্দলা শফি,ঝাঐল ইউ,পি,সাবেক চেয়ারম্যান সেখ মোঃ ছাইদুল ইসলাম ও শ্রী প্রফুল্ল কুমার মালাকারের উপস্থিতিতে ক্ষতিগ্রস্থ কৃষকদের  একর প্রতি ১১০০০ (এগার হাজার) টাকা প্রদান করা হয়। 
এ পর্যন্ত মোট ৯২ জন কৃষককে ,৫০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয় 

প্রতিবেদন : মোঃ রাজ, সিরাজগঞ্জ প্রতিনিধি  
সম্পাদনা : সজল বি রোজারিও

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)