দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা হেফাজতের



দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা হেফাজতের


প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম/protimuhurto.com)

হেফাজতে ইসলাম ঘোদাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান করার ঘোষণা দেওয়া হয়েছে। আ অবিলম্বে সরকারকে তাদের ১৩ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান দলের নেতারা।



রোববার সকাল থেকে অবরোধে অংশ নিয়ে বাবু বাজারের বুড়িগঙ্গা সেতুতে অবস্থানকারী হেফাজতের নেতারা সমাবেশে এ ঘোষণা দেন।



সকালে বৃষ্টি উপেক্ষা করে তারা সেতুতে অবস্থান নেয় এবং ক্রমেই এ সংখ্যা বাড়তে থাকে। জাতীয় পতাকা, কালেমা লেখা ফেস্টুন ও কাফনের কাপড় মাথায় বেঁধে তারা সেখানে অবস্থান নেন। মুহুর্মুহু ‘আল্লাহু আকবার’ স্লোগানে পুরো এলাকা প্রকম্পিত করে। এসময় বাবুবাজার ব্রিজ সংলগ্ন এলাকার অবরোধে লোকে লোকারণ্য হয়ে পড়ে।



সকাল থেকে সেতুতে অবস্থান করে হেফাজতের কর্মীরা বিক্ষিপ্তভাবে মিছিল করলেও সাড়ে ১০টার দিকে সেতুর উপরে তারা সমাবেশ শুরু করে। এতে হেফাজতের নেতারা বক্তব্য রাখছেন।



১৩ দফা দাবি আদায়ের লক্ষে হেফাজতে ইসলামের পূর্ব ঘোষিত ঢাকা অবরোধ কর্মসূচি পালন করছে সংগঠনটি। সকালে প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করে সংগঠনের হাজার হাজার নেতাকর্মী ফজরের পর থেকেই বাবুবাজারের বুড়িগঙ্গা সেতুতে অবস্থান নেয়।



বুড়িগঙ্গা সেতুর উত্তর পাশে লালবাগ জোনের আহ্বায়ক মাওলানা মো. জসিম উদ্দিন এবং দক্ষিণ পাশে কদমতলী মোড়ে মধূপুরের পীর  মাওলানা আবদুল হালিম তার অনুসারীদের নিয়ে সমাবেশ করেন।



সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ‘সরকার নাস্তিগ-ব্লগারদের শাস্তি না দিয়ে উল্টো হেফাজতে ইসলামের কর্মসূচিতে বাধা দিচ্ছে। তাই এ সরকারের সঙ্গে কোনো আপোস করা যাবে না। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে অবস্থান করেই দাবি আদায় করা হবে।’



সমাবেশে অংশ নিয়ে মধূপুরের পীর বলেন, ‘শাপলা চত্বরে লংমার্চ পরবর্তী সমাবেশের অনুমতি দিয়ে সরকার নানাভাবে বাধা দিয়ে লংমার্চ পণ্ড করার চেষ্টা করলেও তা সফল হয়নি। তাই সরকার যতই ষড়যন্ত্র করুক, দাবি আদায় না হওয়া পর্যন্ত হেফাজতের কর্মীরা ঘরে ফিরে যাবে না।’



তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘আমরা রাজনীতি করি না। তাই সরকারকে বলবো দাবি মেনে নিন, আপনাদের জন্য ভালো হবে।’



হেফাজতের ঢাকা মহানগর যুগ্ম আহ্বায়ক মাওলানা মজিবুর রহমান হামিদী বলেন, ‘শেখ মুজিবুর রহমান বা প্রধানমন্ত্রীকে নিয়ে কেউ কটুক্তি করলে তাকে গ্রেফতার করা হয়, অথচ রাসুলকে (স.) নিয়ে যারা কটুক্তি করছে সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না।’



তিনি সরকারের উদ্দেশে বলেন, ‘অবিলম্বে হেফাজতের ১৩ দফা দাবি মেনে নিন, না হয় শাহাতাৎ বরণ করতে হেফাজত কর্মীরা প্রস্তুত।’



হেফাজত নেতা অ্যাডভোকেট মিজানুর রহমান বলেন, ‘মাজারপন্থি কিছু পীর হেফাজতের বিরুদ্ধে নানা অপপ্রচার চালাচ্ছে। আমরা তাদের হুঁশিয়ার করে দিচ্ছি, বাংলাদেশে এসব ভণ্ডদের জায়গা হবেনা।’



তিনি আরো বলেন, ‘আমরা রাজনীতি করি না। তাই সরকারকে বলবো দাবি মেনে নিন, আপনাদের জন্য ভালো হবে।’

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)