হেফাজতের ১৩ দফা দাবির প্রতিবাদে নারী সমাবেশ আজ

হেফাজতের ১৩ দফা দাবির প্রতিবাদে নারী সমাবেশ আজ  


প্রস্তুতি : নারী (প্রতিমুহূর্ত.কম)

হেফাজতে ইসলামের ১৩ দফা দাবির প্রতিবাদে আজ ১১ মে শনিবার রাজধানীর  তোপখানা রোডে অনুষ্ঠিত হবে নারী সমাবেশ। বিকাল ৩টা থেকে এ সমাবেশ শুরু হবে। সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিভিন্ন নারী সংগঠন।


'অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক এবং নারী-পুরুষের সমতাভিত্তিক বাংলাদেশ চাই'- এই দাবিতে গত ২৭ এপ্রিল এই সমাবেশ হওয়ার কথা ছিল। সাভারে ভবন ধসে পোশাক শিল্পের বিপুল সংখ্যক শ্রমিক হতাহতের ঘটনায় সমাবেশটি স্থগিত করা হয়। পরে ৯ মে ওই সমাবেশ করার ঘোষণা দিলেও এদিনে ১৮ দলের হরতাল কর্মসূচি থাকায় মঙ্গলবারের বৈঠকে তা পিছিয়ে শনিবার করার সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান নারী নেত্রী তাহমিনা ইয়াসমিন।

গত ৬ মার্চ মতিঝিলের শাপলা চত্বরের সমাবেশে হেফাজতে ইসলাম ১৩ দফা দাবি উপস্থাপন করে ।
১৩ দফার চার নম্বর দাবিতে বলা হয় ‘ব্যক্তি ও বাকস্বাধীনতার নামে সব বেহায়াপনা, অনাচার, ব্যভিচার, প্রকাশ্যে নারী-পুরুষের অবাধ বিচরণ, মোমবাতি প্রজ্জ্বলনসহ সব বিজাতীয় সংস্কৃতির অনুপ্রবেশ বন্ধ করতে হবে।’এছাড়া ইসলামবিরোধী নারীনীতি, ধর্মহীন শিক্ষানীতি বাতিল করে শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চমাধ্যমিক স্তর পর্যন্ত ইসলাম ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করারও দাবি জানায় হেফাজতে ইসলাম ।
আরএম-১০/৫-২

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)