সিলেট সিটি নির্বাচন আপীলে বিএনপি নেতা নাসিমসহ ২০ প্রার্থীর মনোনয়ন বৈধ


প্রস্তুতি : সারাদেশ (প্রতিমুহূর্ত.কম)

সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের আপীলে মেয়র প্রার্থী বিএনপি নেতা নাসিম হোসেইন ও যুবদলের সালাহ উদ্দিন রিমন, সাধার ১৫ কাউন্সিলর ও সংরক্ষিত ৩ কাউন্সিলর প্রার্থীসহ ২০ জনের মনোনয়ন বৈধতা পেয়েছে আজ। গতকাল ১৮ মে শনিবার ও আজ রোববার দু’দিন আপত্তি শুনানী শেষে তাদের মনোয়ন বৈধ বলে ঘোষনা দেয়া হয়।

শিক্ষাগত যোগ্যতার সনদপত্র দাখিলে ক্রুটি থাকায় প্রাথমিক বাছাইকালে নির্বাচন কমিশন তাদের মনোনয়ন বাতিল করে দেয়। পরবর্তীতে এর বিরুদ্ধে তারা আপীল করেন।

আপীল শুনানীর পর মেয়র প্রার্থী মহানগর বিএনপির সহ সভাপতি নাসিম হোসেইন, সংরক্ষিত কাউন্সিলর পদ প্রার্থী ২নং ওয়ার্ডের মরিয়ম বেগম, ৭নং ওয়ার্ডের নাজনীন আক্তার কনা ও  ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী লিজা আক্তার এর  মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়।

এর ফলে আসন্ন সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে  জন, ২৭ টি ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদে মোট ১৪৯ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৫ জন বৈধ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আগামী ২৫ মে মনোনয়ন প্রত্যাহারের শেষদিন এবং আগামী ১৫ জুন নির্বাচন অনুষ্টিত হবে।

প্রতিবেদন : এম. মহসীন, জেলা প্রতিনিধি, সিলেট
সম্পাদনা: হাসান ইমাম, বিভাগীয় সম্পাদক, সারাদেশ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)