হরতালের শুরুতে মাঠে নেই জামায়াত-শিবির

হরতালের শুরুতে মাঠে নেই জামায়াত-শিবির


প্রস্তুতি :  জাতীয় (প্রতিমুহূর্ত.কম) ---
মানবতাবিরোধী অপরাধে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের ফাঁসির রায়ের প্রতিবাদে আজ রোববার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। তবে এদিন হরতালের শুরুতে আগের কর্মসূচির মতো ফজরের নামাজের পর পর মাঠে জামায়াত-শিবির তৎপর হয়নি।


জামায়াতে ইসলামীর ডাকা হরতালে ফজরের নামাজের পর পরই রাস্তায় কিছু সময়ের জন্য পিকেটিং করতে নেমে পড়েন দলের কর্মী সমর্থকরা। তবে আজ রোববারের হরতালে দিনের শুরুতে রাজধানীতে তাদের তেমন কোনো তৎপরতার খবর পাওয়া যায়নি। রাস্তায় প্রাইভেট গাড়ি বের না হলেও পাবলিক বাস চলাচল প্রায় স্বাভাবিক বলা যায়।

রাজধানীর বিভিন্ন রাস্তায় পুলিশ ও র্যাবের পাশাপাশি টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার সন্ধ্যা থেকে বিজিবি সদস্যরা রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন। রাজধানীর কূটনৈতিক এলাকা, প্রগতি সরণী, সংসদ ভবন, ধানমণ্ডি, কাকরাইল, বনানী, গুলশান, বঙ্গভবন এলাকা, যাত্রাবাড়ীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি সদস্যরা অবস্থান নিয়েছেন।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে গত বৃহস্পতিবার কামারুজ্জামানের ফাঁসির আদেশ দেন আদালত। ওই দিন সন্ধ্যায় এক ই-মেইল বার্তায় দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান রোববার সারা দেশে হরতালে ডাক দেন। 
আরএম-১২/৫-৩

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)