বিএনপিকে সংলাপের প্রস্তাব দিতে যাচ্ছে আওয়ামী লীগ

বিএনপিকে সংলাপের প্রস্তাব দিতে যাচ্ছে আওয়ামী লীগ



প্রস্তুতি : রাজনীতি (প্রতিমুহূর্ত.কম/ protimuhurto.com) ---

দু-একদিনের মধ্যেই  বিএনপিকে সংলাপের আনুষ্ঠানিক প্রস্তাব দেয়া হবে জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগের মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম। তিনি বলেন, সংলাপের যে ডাক প্রধানমন্ত্রী দিয়েছেন, সে বিষয়ে প্রতিক্রিয়া খালেদা য়ার মুখেই শুনতে চাইছে সরকার। বৃহস্পতিবার বিকালে রাজধানীর অফিসার্স ক্লাবে গেস্ট হাউসের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন সৈয়দ আশরাফ। ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এসব কথা বলেন।
 
 
এ সময় সৈয়দ আশরাফুল ইসলাম বলেন,‘মাননীয় প্রধানমন্ত্রী আজ আহ্বান জানিয়েছেন। আমরা অধীর আগ্রহে অপেক্ষায় আছি, কবে তারা রাজি হবে। আমরা কাল-পরশুর মধ্যেই তাদের সঙ্গে যোগাযোগ করবো।’
 
 
তিনি আারো বলেন, 'আলোচনা বিভিন্ন ধরনের হতে পারে। আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিক। বিভিন্নভাবে আলোচনা হয়। আশা করি, আলোচনার মাধ্যমে আগামী নির্বাচনের সমস্ত বিষয় নিয়ে মতৈক্যে পৌঁছতে পারবো।'
 
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকালে  সংলাপে বসতে বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার প্রতি আহ্বান জানান। এর প্রতিক্রিয়ায়  বিএনপির মুখপাত্র  শামসুজ্জামান দুদু সাংবাদিকদের জানান, নির্দলীয় সরকার পদ্ধতি মেনে নিয়ে লিখিত প্রস্তাব দিলে সংলাপ হতে পারে।
 

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)