আজীবন সম্মাননা পাচ্ছেন মোস্তফা জামান আব্বাসী

প্রস্তুতি : বিনোদন (প্রতিমুহূর্ত.কম)
আগামী ১১ জ্যৈষ্ঠ, ২৫ মে ২০১৩ আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি, মানবতার কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী। এ উপলক্ষে দেশের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা অনুষ্ঠান আয়োজনের উদ্যোগ নিয়েছে।

নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে ৮ম বারের মতো নজরুল মেলার আয়োজন করছে চ্যানেল আই। আজ ২৩ মে দুপরে এক সংবাদ সম্মেলনে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর গণমাধ্যমকর্মীদের সামনে নজরুল মেলা আয়োজনের বিস্তারিত দিক তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, নজরুল বিষয়ে গবেষনায় এবারের নজরুল মেলায় বিশিষ্ট নজরুল গবেষক মোস্তফা জামান আব্বাসীকে আজীবন সম্মাননা জানাবে চ্যানেল আই। এর আগে চ্যানেল আই নজরুল মেলায় আজীবন সম্মাননা পেয়েছেন সঙ্গীতজ্ঞ সোহরাব হোসেন, সুধীন দাশ, ফিরোজা বেগম, ড. রফিকুল ইসলাম ও ফেরদৌস আরা।

আগামী ২৫ মে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হবে তেজগাঁ -চ্যানেল আই অফিসের সামনের খোলা চত্বরে। এবারের নজরুল মেলা স্পন্সর করছে ডায়মন্ড ওয়ার্ল্ড।

চ্যানেল আই আয়োজিত ৮ম নজরুল মেলা উৎসর্গ করা হচ্ছে বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী ফিরোজা বেগমকে। ফিরোজা বেগম ২০১১ সালে চ্যানেল আই নজরুল মেলায় আজীবন সম্মাননায় ভূষিত হয়েছিলেন। বর্তমানে এই গুণী সঙ্গীত শিল্পী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সংবাদ সম্মেলনে ফিরোজা বেগমের রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মোস্তফা জামান আব্বাসীর স্ত্রী আসমা আব্বসী।

প্রতিবারের মতোই ভিন্নতা থাকবে এবারের মেলায় এমনটাই জানিয়েছেন চ্যানেল আই নজরুল মেলার প্রযোজক আমিরুল ইসলাম। দিনব্যাপী মেলার আয়োজনে থাকবে নজরুলকে নিয়ে স্মৃতিগ্রন্থ, নজরুলের হারিয়ে যাওয়া গানের স্টল। ২০টি স্টলে  দিনব্যাপী প্রদর্শিত হবে নজরুল বিষয়ক চিত্রকলা, নজরুল সঙ্গীতের রেকর্ড কাভারের প্রদর্শনী, নজরুল সংক্রান্ত ভিডিও সিডি, নজরুল সঙ্গীতের গানের স্টল, নজরুলের চলচ্চিত্র প্রদর্শনী ইত্যাদি।

মেলার খোলা মঞ্চ থেকে দিনব্যাপী পরিবেশিত হবে প্রবীণ-নবীন শিল্পীদের পরিবেশনায় নজরুল সঙ্গীত, নৃত্যনাট্য, শিশুনৃত্য ইত্যাদি। সঙ্গীত পরিবেশন করবেন দেশের বিশিষ্ট শিল্পীরা। নজরুলের ভাবসম্পদ থেকে ছবি আঁকবেন দেশবরেণ্য চিত্রশিল্পী ও শিশুশিল্পীরা। মেলা চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত। চ্যানেল আই সরাসরি সম্প্রচার করবে মেলার সমস্ত আয়োজন।

দুপুর ১২.৩০ মিনিটে তেজগাঁয়ের চ্যানেল আই স্টুডিওতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, বিশিষ্ট নজরুল গবেষক মোস্তফা জামান আব্বাসী, ডায়মন্ড ওয়ার্ল্ড এর কর্মকর্তা দিলীপ কুমার আগারওয়াল এবং চ্যানেল আইয়ের অনুষ্ঠান কর্মকর্তা আমিরুল ইসলাম। সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন উপস্থাপিকা মৌসুমী বড়ুয়া।

প্রতিবেদন : পাভেল রহমান, বিভাগীয় সম্পাদক, বিনোদন
পি আর -২৩-০৫২০১৩/০৫

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)