টি-টোয়েন্টিতে টাইগারদের ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

টি-টোয়েন্টিতে টাইগারদের ঘুরে দাঁড়ানোর প্রত্যয়

প্রস্তুতি: খেলা (প্রতিমুহূর্ত.কম)

মুশফিকের পদত্যাগ, টেস্ট সিরিজ ড্র,ওয়ানডে সিরিজ হার --সব মিলিয়ে কি হতে যাচ্ছে আজ বুলাওয়ের কুইন্স ক্লাব মাঠে।

টাইগার ক্যাপ্টেন  মুশফিফকের পদত্যাগ সম্পর্কে জালাল  উদ্দিন বলেছেন, চলমান সিরিজের মধ্যে হঠাৎ  যদি অধিনায়ক বলে আমি রিজাইন করব তাহলে ডেফিনিটলী টিমের উপর একটা ইফেক্ট তো হবেই।

স্বাভাবিকভাবেই  এবার নজর থাকবে ব্যর্থ টপ অডারের দিকে। দলে তাই থাকছে একাধিক পরিবর্তন । কিন্তু তাতে কি টি-টোয়ান্টিতে নিজেদের ভাগ্যের পরিবর্তন আনতে পারবে বাংলাদেশ? তাই বুলাওয়ের উইকেটে আজ ও আগামী কালের দুটি ম্যাচে বাড়তি চাপ থাকছে মুশফিকদের উপর।   মনোবলে চিড় ধরার সঙ্গে যোগ হয়েছে আকাশ বাতাসে নানা গুজবের অনুরণ।

সব বাঁধা পেরিয়ে বছরের প্রথম টি-টোয়ান্টি জয়ের চাপটা কম নয়।

আজকের ম্যাচ সম্পর্কে শাহারিয়ার নাফিস বলেন,”যেটা চলে গিয়েছে,তা চলে গিয়েছে, বিশ্বাস করতে হবে এবং বিশ্বাস না করলেও  সত্যি যে আমরা জিম্বাবুয়ের চেয়ে অনেক ব্যাটার দল। বাংলাদেশ যখন-ই চাপে বা ক্রাইসিসে থাকে তখনই বাংলাদেশ ভালো খেলে।”

আত্মবিশ্বাস নিয়েই এবার মাঠে নামা উচিত বাংলাদেশের। পরিসংখ্যান বলে এখন পযন্ত টি-টোয়ান্টিতে ২৮ ম্যাচে টাইগারদের জয় মাত্র ৮ টি। প্রায় ৭ বছর আগে খুলনার মাঠে একমাত্র টি-টোয়ান্টিতে ৪৩ রানে জিম্বাবুয়েকে হারিয়ে ছিল  টাইগার বাহিনী।

বর্তমান আইসিসি টি-টোয়ান্টি রেটিং ও পয়েন্ট অনুযায়ী বাংলাদেশ ৯ম এবং জিম্বাবুয়ে ১১।


                          ম্যাচ      রেটিং      পয়েন্টস্
বাংলাদেশ                 ১২        ৮২         ৭৪২
জিম্বাবুয়ে                  ১২        ৪১          ৩৭৩


তথ্য:ওয়েব

লেখা:রাবিদ ইসলাম হৃদয়
আরআই-১১/৫-২


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)