সাভার ট্র্যাজেডি : নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০৮৫

সাভার ট্র্যাজেডি : নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০৮৫


প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম)

উদ্ধার কাজের ১৭ দিনে এসে বিস্ময় জাগানিয়া রেশমা বেগমকে উদ্ধারের পর উদ্ধারকর্মীরা আরো জীবিত মানুষ সন্ধান পাবেন বলে আশা করছেন।  শনিবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচ থেকে আরও ৭ জনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। ১৮তম দিনে উদ্ধার করা মরদেহের মোট সংখ্যা এসে দাঁড়িয়েছে ১ হাজার ৮৫ জনে। যার মধ্যে ৭৮১ জনের মরদেহ শনাক্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এখন যেসব লাশ উদ্ধার করা হচ্ছে সেগুলোর অধিকাংশই বিকৃত, গলিত ও অর্ধগলিত। এগুলো শনাক্ত করে হস্তান্তর করা প্রায় অসম্ভব হয়ে পড়ছে বলে জানান উদ্ধারকর্মীরা।

এদিকে উদ্ধারকৃত মরদেহগুলোর মধ্যে ৬১টি মরদেহ সাভার অধরচন্দ্র উচ্চ বিদ্যালয় মাঠে হস্তান্তরের অপেক্ষায় আছে । ৮৪টি লাশ রয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। সবমিলিয়ে এখন পর্যন্ত বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে ১৫৬টি লাশ।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল সাভার বাসস্ট্যান্ড বাজারে যুবলীগ নেতা সোহেল রানার মালিকানাধীন আটতলা বাণিজ্যিক ভবন রানা প্লাজা ধসে পড়ে। এতে ব্যাপক প্রাণহানির ঘটে। এছাড়া আহত ও জীবিত অবস্থায় উদ্ধার করা হয় ২ হাজার ৪৩৯ জন শ্রমিককে।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)