সব কাজ নির্বাচনকে রেখে করা যায় না - যোগাযোগ মন্ত্রী

প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম)

আজ ২০ মে সোমবার সকালে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের যাত্রাবাড়ি থেকে কাচঁপুর পর্যন্ত আট লেন প্রসস্ত রাস্তার নির্মাণ কাজের অগ্রগতি সরজমিনে গিয়ে পরিদর্শণ করেন ।


তিনি জানান, যাত্রাবাড়ি থেকে কাঁচপুর পর্যন্ত নয় কিলোমিটার রাস্তার কাজ দুই ভাগে করা হচ্ছে।

কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চাইলে তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, "ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের আট লেন করার কাজ দ্রুত গতিতে চলছে। সব কাজ নির্বাচনকে সামনে রেখে করা যায়না কিছু কাজ আগামী প্রজন্মের জন্য শুরু করে যেতে হবে যেমন মেট্রোরেল প্রকল্পের কাজ আমরা শুরু করেছে। এটা আগামীতে সমাপ্ত হবে নির্বাচনী বছররে নানান সমস্যা সামানে চলে আসে"।


প্রথম ধাপে পাঁচ কিলোমিটার রাস্তার কাজ আগামী আগষ্টের মধ্যে শেষ হবে এবং এরই মধ্যে ৩৫ ভাগ রাস্তার কাজ শেষ হয়েছে। বাকি চার কিলমিটার রাস্তা বর্ষা মৌসুমে শেষ করা হবে। আট লেইন প্রশস্ত নয় কিলোমিটার এ রাস্তা নির্মাণে ব্যয় হবে ১২০ কোটি টাকা।

প্রতিবেদন : হাসান ইমাম

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)