খ্যাতি মান কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের জন্ম দিন আজ


প্রস্ততি: সাহিত্য (প্রতিমুহূর্ত.কম)

বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায় আজকের এই দিনে ১৯ মে ১৯০৮ সালে (১৩১৫ বঙ্গাব্দের ৬ জ্যৈষ্ঠ) ভারতের বর্তমান ঝাড়খন্ড রাজ্যের দুমকা শহরে জন্ম গ্রহন করেন । মা-বাবার চৌদ্দ সন্তানের মধ্যে তিনি ছিলেন অষ্টম ।

কলেজ ক্যান্টিনে একদিন আড্ডা দেওয়া অবস্থায় এক বন্ধুর সাথে "বিচিত্রা" পত্রিকায় লেখা প্রকাশের বাজী ধরেণ । তারপর থেকে শুরু হয় তাঁর লেখক জীবনের ।

প্রথম বিশ্বযুদ্ধের পর বাংলা কথা-সাহিত্যে যে কয়েকজন লেখকের হাতে সাহিত্যজগতে নতুন এক বৈপ্লবিক ধারা সূচিত হয় মানিক বন্দোপাধ্যায় ছিলেন তাদের মধ্যে অন্যতম ।

তার লেখার মূল বিষয়বস্তু ছিল মধ্যবিত্ত সমাজের কৃত্রিমতা, শ্রমজীবী মানুষের সংগ্রাম, নিয়তিবাদ ইত্যাদি নিয়ে ।

অতি ক্ষুদ্র জীবনে তিনি রচনা করেন ৪২ টি উপন্যাস ও ২ (দুই) শতাধিক ছোটোগল্প ।

মানিক চট্টোপাধ্যায়ের উপন্যাসের মধ্যে - জননী, দিবারাত্রির কাব্য, পুতুলনাচের ইতিকথা, পদ্মা নদীর মাঝি, শহরতলী, জীবনের জটিলতা, প্রতিবিম্ব ইত্যাদি উল্লেখযোগ্য ।

এছাড়া অতসীমামী, প্রাগৈতিহাসিক, ছোটবকুলপুরের যাত্রী ইত্যাদি গল্পসংকলন বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সম্পদ বলে বিবেচিত হয় । বাংলা  ছাড়াও তার রচনাসমূহ বিদেশী বহু ভাষায় অনূদিত হয়েছে ।

১৯৫৬ সালের ৩রা ডিসেম্বর, মাত্র আটচল্লিশ বছর বয়সে বিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ এই কথাসাহিত্যিকের জীবনাবসান ঘটে ।

লেখা : রাফি খান
সম্পাদনা : আব্দুল্লাহ আল জুবায়ের
আরকে/এজে- ১৯/০৫-১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)