মিয়ানমার উপকূলে ২০০ যাত্রী নিয়ে নৌকাডুবি


প্রস্তুতি : আর্ন্তজাতিক (প্রতিমুহূর্ত.কম)

ঘূর্ণিঝড় মহাসেনের প্রভাবে মিয়ানমার রাখাইন প্রদেশের পকতাও শহরের উপকূলে দুই শতাধিক রোহিঙ্গা যাত্রী নিয়ে একটি নৌকা ডুবে গিয়েছে । মিয়ানমারে কয়েক হাজার রহিঙ্গাদের নিরাপদে সরিয়ে নেয়া হচ্ছে ।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড় মহাসেন বুধবারে কক্সবাজার উপকুলে আঘাত হানতে  পারে । এ সময় এর গতিবেগ হতে পারে ঘণ্টায় ১১৫ থেকে ১৩৪ কি.মি.। ঘূর্ণিঝড়টি কক্সবাজারের উখিয়া হয়ে মিয়ানমারে আঘাত হানার সম্ভাবনাও রয়েছে ।

এদিকে উপকূলীয় এলাকায় ৪ নম্বর হুঁশিয়ারি সংকেত ও চট্টগ্রাম বন্দরে এ্যালার্ট-২ দেয়া হয়েছে । সমুদ্র এখন উত্তাল রয়েছে । এরই মধ্যে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়েছে।

মহাসেন মোকাবেলার জন্য কক্সবাজারে ১১৩টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে। দেশের উপকূলীয় অঞ্চলের সর্বত্র সতর্কতামূলক ব্যবস্থা গ্রহন করা হয়েছে। সকল স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার ও নার্সদের ছুটি বাতিল করা হয়েছে ।

প্রতিবেদন : সজল বি রোজারিও
সম্পাদনা : আতিক আহম্মেদ অর্পণ


এসআর ১৪-৫/২

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)