জামিন পেলো দুই ব্লগার শুভ ও রাসেল

জামিন পেলো দুই ব্লগার শুভ ও রাসেল

প্রস্তুতি : প্রতিমুহূর্ত.কম

ইন্টারনেটের মাধ্যমে ধর্মীয় অনুভূতিতে আঘাত ও উস্কানিমূলক লেখালেখির অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে তিন ব্লগারের বিরুদ্ধে মামলা আমলে নিয়ে আজ দুজনকে জামিন দিয়েছে আদালত।

ঢাকার জ্যৈষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক রোববার শুনানি শেষে ব্লগার সুব্রত অধিকারী শুভ ও রাসেল পারভেজের জামিন মঞ্জুর করেন।

আরেক ব্লগার মশিউর রহমান বিপ্লবের পক্ষে কোনো জামিন আবেদন না থাকায় আদালত তাকে কারাগারে প্রেরন করে।

হেফাজত ইসলামের দাবির প্রেক্ষাপটে গত ১ এপ্রিল রাতে রাজধানী ঢাকার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করার পর শুভ, বিপ্লব ও পারভেজকে ৫৪ ধারায় সন্দেহভাজন হিসাবে রিমান্ডে নেয় গোয়েন্দা পুলিশ। এর দুই দিনের মাথায় ৩ এপ্রিল সকালে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে ডেকে নিয়ে গ্রেপ্তার করা হয় আসিফ মহিউদ্দিন নামের আরেক ব্লগারকে। পরে তাদের নামে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়।

রিপোর্ট : হাসান ইমাম
সম্পাদনা : আতিক অর্পণ
এইচআই- ১২/০৫- ১২.২

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)