ঢাকায় যান চলাচল কম

 

ঢাকায় যান চলাচল কম


রাজধানীতে যান চলাচল কম

প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম/ protimuhurto.com) ---

হেফাজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে যানবাহন তুলনামূলকভাবে অনেক কম চলছে। ৫ মে রোববার সকাল থেকে কিছু কিছু বাস, সিএনজি চললেও  ব্যক্তিগত গাড়ি রাস্তায় নেই বললেই চলে।


হেফাজত ইসলামের  ঢাকা অবরোধ কর্মসূচি সামনে রেখে আগের রাত থেকেই ঢাকার সঙ্গে দেশের বেশিরভাগ জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।  রাজধানী থেকে  দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। অন্যান্য জেলা থেকে রাজধানীর গাবতলী, সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনালে বাস আসেনি ।


১৩ দফা দাবিতে রাজধানীর ৬টি পয়েন্টে অবরোধ কর্মসূচি পালন করছে হেফাজত ইসলাম। এগুলো হলো যাত্রাবাড়ী থেকে কাঁচপুর, যাত্রাবাড়ী থেকে ডেমরা, পোস্তগোলার বুড়িগঙ্গা সেতু, পুরান ঢাকার বাবুবাজার সেতু, উত্তরা থেকে টঙ্গী-আবদুল্লাপুর পর্যন্ত এবং গাবতলী-আমিনবাজার থেকে বলিয়ারপুর পর্যন্ত। কর্মসূচি চলাকালে বাইরে থেকে কোনো যানবাহন রাজধানীতে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং রাজধানী থেকেও কোনো যানবাহন বাইরে যেতে দেওয়া হচ্ছে না।

এই পরিস্থতিতে নগরবাসীর মাঝে বিরাজ করছে চাপা আতংক।

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)