ভোলায় পাওনা টাকার দাবিতে ঠিকাদারদের মানববন্ধন

প্রস্তুতি : সারাদেশ (প্রতিমুহূর্ত.কম)

আজ ২০ মে সোমবার ভোলায় পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদাররা পাওনা টাকার দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে। 

আজ সকাল ১১টায় শহরের যুগিরঘোল এলাকায় পানি উন্নয়ন বোর্ড ডিভিশন-১ কার্যালয়ের সামনে এ আন্দোলন কর্মসূচি পালন করে।

মানববন্ধন শেষে পাউবো কার্যালয়ের ভেতরে বিক্ষোভ মিছিল করে ঠিকাদাররা। পরে নির্বাহী আব্দুল হান্নান ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী নাসির উদ্দিনের কাছে স্মারকলিপি পেশ করেন। এসময় প্রকৌশলীগণ স্মারকলিপি গ্রহণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

মানববন্ধনে ঠিকাদারদের মধ্যে উপস্থিত ছিলেন, মো. ইলিয়াছ, ইউনুস সিকদার, শাহাবুদ্দিন, শামিম, শাহেদ, ইব্রাহিম, মনির, কবির, জসিম, বিপ্লব, রেজবী, মুকুল, সাইফুর রহমানসহ অর্ধশতাধিক ঠিকাদার।

ঠিকাদাররা জানান, পাউবোর আওতায় বেড়িবাঁধ, রিংবাঁধ ও জরুরি ভিত্তিতে অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ সম্পাদনের এক বছর অতিবাহিত হলেও ঠিকাদারদের প্রায় ১২ কোটি টাকা বকেয়া পরিশোধ করেনি। এই বকেয়া টাকা পরিশোধের দাবিতে তারা এ আন্দোলন কর্মসূচি পালন করে।


প্রতিবেদন : অচিন্ত্য মজুমদার, জেলা প্রতিনিধি, ভোলা
সম্পাদনা : হাসান ইমাম, বিভাগীয় সম্পাদক, সারাদেশ

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)