বিএসএফের গুলিতে নিহত ১, আটক ১

বিএসএফের গুলিতে নিহত ১, আটক ১


প্রস্তুতি : জাতীয় (প্রতিমুহূর্ত.কম) ---


ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী-বিএসএফ বৃহস্পতিবার কুষ্টিয়ায় সীমান্তে গুলি করে ১ বাংলাদেশি হত্যা করেছে। ঝিনাইদহের মহেশপুরের চাঁপাতলা সীমান্তে তারা এক বাংলাদেশিকে আটক করেছে ।

কুষ্টিয়ায় সীমান্তে বিএসএফের গুলিতে ১ বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে ঘটনার সত্যতা স্বীকার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


ঝিনাইদহের মহেশপুরের চাঁপাতলা সীমান্তে বিএসএফ অপর এক বাংলাদেশীকে আটক করেছে। জিয়াউর হক নামের আটককৃত এই ব্যক্তি রাত দেড়টার দিকে সীমান্তের কাছে গরু খুঁজতে গিয়ে বিএিসএফ সদস্যদের হাতে ধরা পড়েন।


বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, জিয়াউল হক মহেশপুর উপজেলার মাঠপাড়া গ্রামের কবির আহমেদের ছেলে। সীমান্তের পাশ্ববর্তী এলাকা থেকে গরু আনতে গেলে বৃহস্পতিবার রাতে বিজিবি তাকে আটক করে।


বিজিবির কুসুমপুর কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল কাদের বলেন, রাত দেড়টার দিকে সীমান্ত পার হওয়ার সময় ভারতের ফতেহপুর ক্যাম্পের বিএিসএফ সদস্যদের হাতে ধরা পড়েন জিয়াউল।


পতাকা সংকেতের মাধ্যমে জিয়াউলকে ফেরত দেয়ার জন্য বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি।



 লেখা : জামিল আশরাফ নয়ন



 জেএ-১০/৫-১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)