রানা প্লাজার উদ্ধার কাজের সমাপ্তি আজ

প্রস্তুতি: জাতীয় (প্রতিমুহূর্ত.কম)

আজ ১৩ মে সোমবার দিন শেষে রানা প্লাজার উদ্ধার কাজের সমাপ্তি ঘোষণা করবে উদ্ধারকারীরা।

সাভারের ধসে পড়া ধ্বংসস্তূপের নিচ থেকে সোমবার ২০তম দিন পর্যন্ত মোট উদ্ধার করা হয়েছে ১ হাজার ১২৭ জনের লাশ। আজ সারাদিনে আর কোন লাশের সন্ধান পায়নি উদ্ধার কাজে নিয়োজিত কর্মীরা।
উদ্ধার করা লাশের মধ্যে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে মোট ৮৩৪টি লাশ। এছাড়া ৫৯টি লাশ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে। এখন পর্যন্ত দাফন করা হয়েছে ২৩৪ অসনাক্ত লাশ।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল সকাল পৌনে ৯টার দিকে সাভার বাসস্ট্যান্ড বাজারে যুবলীগ নেতা সোহেল রানার মালিকানাধীন আটতলা বাণিজ্যিক ভবন রানা প্লাজা ধসে পড়ে। এছাড়া আহত ও জীবিত অবস্থায় উদ্ধার করা হয় ২ হাজার ৪৩৮ জন শ্রমিককে।
এদিকে রানা প্লাজা ধসের ঘটনায় নিখোঁজদের তালিকা এক সপ্তাহের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

ঢাকা জেলা প্রশাসক ও প্রধান কারখানা পরিদর্শককে নিখোঁজের স্বজনদের ছবি ও পরিচয়পত্রের ভিত্তিতে এ তালিকা তৈরি করতে হবে।

সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আগামীকাল ১৪ মে মঙ্গলবার বেলা পৌনে ১ টায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হবে।

প্রতিবেদন : আব্দুল্লাহ আল জুবায়ের
এজে- ১৩/৫-১

মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সালাহ্উদ্দিন লাভলুর ধারাবাহিক নাটক 'কবুলীয়তনামা'

পৃথিবীর সবচেয়ে ছোট ২টি গল্প

নাচো নাচো (রিমিক্স)